সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যবিত্তের সংসারে সুসংবাদ! নিত্যপ্রয়োজনীয় দুধের দাম কমিয়ে আমজনতাকে কিছুটা রেহাই দিল নামী সংস্থা আমূল। তিন ধরনের দুধের দাম কমল। বাজার চলতি আমূল গোল্ড, আমূল তাজা ও আমূল টি স্পেশাল – এই তিনধরনের দুধের দাম কমানো হল। এক লিটারের প্রতি প্যাকেট এক টাকা করে দাম কমল। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে সংস্থার তরফে।
সংস্থার তরফে জানানো হয়েছে, আমূল গোল্ডের এক লিটারের দাম ছিল ৬৬ টাকা, তা কমে দাঁড়াল ৬৫ টাকা। আমূল টি স্পেশালের দাম ৬২ টাকা ছিল। নতুন দাম ৬১ টাকা। আর আমূল তাজা ৫৪ টাকার বদলে হয়েছে ৫৩ টাকা। ফলে কমবে আধ লিটারের প্যাকেট দুধের দামও। দুধের চাহিদা থাকে আমজনতার ঘরে ঘরে। ছোট থেকে বড়, সকলের কাছেই রোজকার প্রয়োজনীয় পানীয়। তার দাম লাগামছাড়া হলে সবচেয়ে সমস্যা হয় শিশু, বৃদ্ধদের। সেকথা মাথায় রেখে মূল্যবৃদ্ধির সঙ্গে লড়েই দাম হ্রাস করা হয়েছে। গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের তরফে ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা নতুন দামের কথা ঘোষণা করেছেন।
সম্প্রতি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশছোঁয়া হচ্ছে। তার মাঝে নামী দুগ্ধ উৎপাদনকারী সংস্থা আমূলের দাম কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন মধ্যবিত্তরা। বাড়ির ছেলেমেয়েরা অন্তত দুধের পুষ্টিটা পাবে, সেকথা ভেবেই আনন্দিত তাঁরা। এদিকে সংস্থারও একই বক্তব্য, বর্তমানে যেভাবে প্রাণিজ প্রোটিনের দাম বাড়ছে, তা ক্রমশ মধ্যবিত্তের নাগালের বাইরে যেতে বসেছে। সেই পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি দিতেই তাদের দাম কমানোর সিদ্ধান্ত। এক্ষেত্রে লাভকে প্রাধান্য না দিয়ে জন পরিষেবাকে গুরুত্ব দেওয়া হল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.