Advertisement
Advertisement
Priyanka Gandhi

ব্যাগে লেখা ‘মোদি-আদানি ভাই ভাই’, প্রিয়াঙ্কার অভিনব প্রতিবাদে রাহুল বললেন, ‘কিউট’

বোন প্রিয়াঙ্কার কাণ্ড দেখে মুচকি হাসলেন রাহুল।

Priyanka Gandhi carries Modi-Adani bag to Parliament
Published by: Amit Kumar Das
  • Posted:December 10, 2024 12:01 pm
  • Updated:December 10, 2024 2:08 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: আদানি ইস্যুকে হাতিয়ার করে সংসদে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। প্রতিদিন চলছে বিক্ষোভ, প্রতিবাদ। সেই ধারায় এবার নয়া মাত্রা যোগ করলেন সদ্য নির্বাচিত সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। মঙ্গলবার অভিনব এক ব্যাগ কাঁধে সংসদে প্রবেশ করতে দেখা গেল তাঁকে। যার এক দিকে মোদি ও আদানির ছবি, অন্যদিকে লেখা ‘মোদি-আদানি ভাই ভাই’। বোন প্রিয়াঙ্কার এহেন কাণ্ড দেখে মুচকি হেসে রাহুল মন্তব্য করলেন, ‘কিউট ব্যাগ’।

অন্যায়ভাবে সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে আধিকারিকদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে আদানির বিরুদ্ধে। আমেরিকার তোলা এই গুরুতর অভিযোগ প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিরোধী শিবির। এই ইস্যুতে সংসদে আলোচনা চেয়েছে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল। আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছে তারা। এহেন পরিস্থিতির মাঝেই মঙ্গলবার সংসদে অভিনব প্রতিবাদ করতে দেখা গেল ওয়ানড়ের সদ্য নির্বাচিত কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে। কালো ঝোলা ব্যাগ কাঁধে এদিন সংসদে প্রবেশ করেন প্রিয়াঙ্কা গান্ধী। সেই ব্যাগের একদিকে দেখা যায় গৌতম আদানি ও নরেন্দ্র মোদির কার্টুন ছবি। অন্যদিকে, লেখা ‘মোদি-আদানি ভাই ভাই’।

Advertisement

এক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এই ব্যাগ কাঁধে সংসদে প্রবেশ করছেন সাংসদ প্রিয়াঙ্কা। সেখানে দাঁড়িয়ে থাকা অন্যান্য সাংসদরা এই ব্যাগ দেখে নিজেদের মধ্যে হাসাহাসি করছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও বোনের কাণ্ড দেখে হাসি চেপে রাখতে পারেননি তিনিও। ব্যাগটি ভালো করে পরীক্ষা করে তিনি বলেন, ‘বাহ, ব্যাগটা কিন্তু কিউট।’

উল্লেখ্য, গত কালও আদানি ইস্যুতে উত্তাল হয়েছে সংসদ। সংসদের বাইরে দুই সাংসদকে আদানি ও মোদির মুখোশ পরিয়ে সাংবাদিকের ভূমিকায় অভিনয় করতে দেখা যায় রাহুল গান্ধীকে। তাঁদের দুজনের সম্পর্ক কী? অমিত শাহের ভূমিকা ও সংসদ কেন চলছে না সে বিষয়ে নানা প্রশ্ন করতে দেখা যায় রাহুলকে। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি। জর্জ সোরসের সঙ্গে সোনিয়া গান্ধীর যোগাযোগ ইস্যু তুলে ধরে সংসদে সরব হয় বিজেপি। পালটা বিক্ষোভ দেখাতে থাকে কংগ্রেস। দু’পক্ষের হট্টগোলের জেরে মুলতুবি হয়ে যায় লোকসভা। এর পর ‘মোদি-আদানি ভাই ভাই’ লেখা পোস্টার হাতে সংসদের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন রাহুল-প্রিয়াঙ্কা-সহ অন্যান্য সাংসদরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement