Advertisement
Advertisement
Puri Jagannath Temple

পুরীর জগন্নাথ মন্দিরের অতিথি নিবাসের ভুয়ো ওয়েবসাইট! জালিয়াতদের কবলে পুণ্যার্থীরা

ওড়িশা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানাল মন্দির কর্তৃপক্ষ।

Puri Jagannath Temple authority moves Cyber crime branch against fake temple gusthouse wbsites
Published by: Kishore Ghosh
  • Posted:February 17, 2025 3:55 pm
  • Updated:February 17, 2025 4:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাইবার জালিয়াতদের কবলে পুরীর জগন্নাথ মন্দিরের পুণ্যার্থীরা। মন্দিরের অতিথি নিবাসের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে বলে অভিযোগ। সম্প্রতি এমন বেশ কিছু ঘটনা নজরে এসেছে মন্দিরের পরিচালন কর্তৃপক্ষের। ইতিমধ্যে ওড়িশা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে বিষয়টি জানিয়ে অভিযোগ করেছে মন্দির কর্তৃপক্ষ।

জগন্নাথ মন্দিরের কারণেই পুরী জনপ্রিয় পর্যটনস্থল। সেখানে বছরভর হোটেলের চাহিদা তুঙ্গে থাকে। এই সুযোগ কাজে লাগায় প্রতারকরা। অভিযোগ, একাধিক হোটেলের নামে ভুয়ো ওয়েবসাইট খুলেছে সাইবার প্রতারকরা। পর্যটকরা ঘর বুকিং করলেই টাকা চলে যাচ্ছে প্রতারকদের অ্যাকাউন্টে। বিষয়টি জানা জনপ্রিয় হোটেল পরিচালকদেরও। এই বিষয়ে তাঁরা সতর্কও করে থাকেন। অন্যদিকে পুলিশেও একাধিক অভিযোগ জমা পড়েছে। তাতে যে কোনও কাজ হয়নি। পুরীর জগন্নাথধামের অতিথি নিবাসের নামেও ভুয়ো ওয়েবসাইটের অভিযোগে তা স্পষ্ট হল।

Advertisement

মন্দির কর্তৃপক্ষ পুণ্যার্থীদের প্রতারিত হওয়ার কথা জানিয়েছেন। পুরীর মন্দির পরিচালন সমিতির মুখ্য প্রশাসক অরবিন্দ পাধী একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পুণ্যার্থীদের অনেকেই ভুয়ো ওয়েবসাইটের ফাঁদে পড়ে টাকা খুইয়েছেন। আমরা এই বিষয়ে পুলিশের অপরাধদমন শাখার সাইবার বিভাগকে জানিয়েছি। এদিকে ওড়িশা পুলিশের তরফে এক কর্তা জানিয়েছেন, হোটেল এবং মন্দিরের অতিথি নিবাসের ভুয়ো ওয়েবসাইটগুলি কারা চালাচ্ছেন, তা খুঁজে বার করার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement