Advertisement
Advertisement

Breaking News

Vineet Goyal

বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার শীর্ষ আদালতে, শুনবে কলকাতা হাই কোর্ট

আর জি কর কাণ্ড নিয়ে সাংবাদিক সম্মেলন চলাকালীন নির্যাতিতার নাম-পরিচয় প্রকাশ করে ফেলেছিলেন কলকাতার তৎকালীন বিনীত গোয়েল।

R G Kar: Case against Vineet Goyal will hear by Calcutta HC
Published by: Paramita Paul
  • Posted:December 10, 2024 6:36 pm
  • Updated:December 10, 2024 6:36 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট নয়। কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা শুনবে হাই কোর্ট। আর জি করের নির্যাতিতা চিকিৎসকের নাম ও পরিচয় প্রকাশ্যে আনায় বিনীতের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হয়েছিল শীর্ষ আদালতে। মঙ্গলবার সেই মামলা সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করা হল।

আর জি কর কাণ্ড নিয়ে সাংবাদিক সম্মেলন চলাকালীন নির্যাতিতার নাম-পরিচয় প্রকাশ করে ফেলেছিলেন বিনীত গোয়েল। যা আইনত অপরাধ। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের আরজি জানিয়েছেন মামলাকারী। বিষয়টি নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সুপ্রিম কোর্টে ‘অভয়া’ মামলা চলাকালীন সেখানেও বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা দায়ের হয়। স্বাভাবিকভাবে শীর্ষ আদালতে মামলা দায়ের হওয়ায় হাই কোর্টে দায়ের হওয়ায় মামলায় হস্তক্ষেপ করতে চাইছিল না আদালত। সুপ্রিম কোর্ট থেকে লিখিত অনুমতি নিয়ে আসার কথা বলেছিলেন হাই কোর্টের বিচারপতি।

Advertisement

মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলা চলাকালীন আইনজীবী ফিরোজ এডুলজির জুনিয়র বিষয়টি প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নজরে আনেন। এর পরই প্রধান বিচারপতি জানান, বিনীত গোয়েল সংক্রান্ত মামলাটি হাই কোর্টে বিচারাধীন রয়েছে। তাই ওই আবেদনটির শীর্ষ আদালতে শুনানি হবে না। ফলে হাই কোর্টে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে মামলার শুনানিতে কোনও সমস্যা রইল না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement