Advertisement
Advertisement
Rahul Gandhi

‘বিহার এখন অপরাধীদের স্বর্গরাজ্য’, পাটনায় ব্যবসায়ী খুনের ঘটনায় নীতীশ সরকারকে বিঁধলেন রাহুল

শনিবার দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় পাটনার ব্যবসায়ী তথা বিজেপি নেতা গোপাল খেমকারের।

Rahul slams Nitish government over businessman's murder in Patna

ফাইল ছবি

Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 6, 2025 1:25 pm
  • Updated:July 6, 2025 3:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে বিহারের রাজনৈতিক পরিস্থিতি। শনিবার দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় পাটনার ব্যবসায়ী তথা বিজেপি নেতা গোপাল খেমকারের। বাড়ির কাছে গাড়ি থেকে নামতেই তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। সেই ঘটনাকে সামনে রেখে নীতীশ কুমারের সরকারকে বিঁধলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

Advertisement

রবিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে কংগ্রেস নেতা লেখেন, ‘বর্তমানে বিহার লুট, গুলি, খুনের ঘটনায় জর্জরিত। অপরাধের ঘটনা নিত্যদিনের স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আর সরকার এসব বন্ধ করতে কোনও পদক্ষেপই নিতে পারছে না।’ বিহারের মানুষের কাছে আবেদন জানিয়ে কংগ্রেস সামসদ আরও লিখেছেন, ‘সেই দলকে ভোট দেবেন না, যারা আপনাদের সন্তানকে রক্ষা করতে পারে না। প্রতিটি খুন, প্রতিটি বুলেট পরিবর্তনের আবেদন জানাচ্ছে। সময় এসেছে নতুন বিহার তৈরি করার। এই ভোট শুধু সরকার পরিবর্তনের জন্য নয়, এবারের ভোট বিহারকে বাঁচানোর ভোট।’

উল্লেখ্য, শনিবার বাড়ির কাছে গাড়ি থেকে নামতেই আততায়ীদের গুলিতে প্রাণ হারান ব্যবসায়ী তথা বিজেপি নেতা গোপাল খেমকার। ছ’বছর আগে একইভাবে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছিল তাঁর ছেলের। বছর শেষেই বিহারে নির্বাচন। শনিবারই কংগ্রেস সাংসদ পাপ্পু যাদব ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। এদিকে আর আরজেডি নেতা ঋষি মিশ্রও বিহারের এনডিএ সরকারকে তোপ দেগে দাবি করেছেন, “আমরা পরিষ্কার বুঝতে পারছি নীতীশ সরকার তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী কার্যতই অচেতন অবস্থায় রয়েছেন। পুলিশ কোনও কাজ করছে না। কেবল নিজেদের বাড়তি উপার্জনের তাগিদে মদ ব্যবসায়ীদের ধরছে। মানুষ এই সরকারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement