Advertisement
Advertisement

মালগাড়ি ভেঙে ৮৯টি শাড়ি চুরির অপরাধে ৪২ বছর পর গ্রেপ্তার রেলকর্মী

এতদিন কী করে গা-ঢাকা দিয়েছিল ওই ব্যক্তি?

Railway employee held after 42 years of wagon breaking
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 28, 2018 12:16 pm
  • Updated:May 28, 2018 12:16 pm

সুব্রত বিশ্বাস: ধর্মের কল নাকি বাতাসে নড়ে৷ প্রবাদটিকে প্রায় মিথ্যে প্রমাণ করতে বসেছিল রামাধর পাণ্ডে৷ মালগাড়ির বডি ভেঙে চুরি করেছিল শাড়ি৷ কিন্তু কল বাতাসে নড়া দূরে থাকুক, পুলিশ বারবার অভিযান চালিয়েও তার টিকির নাগাল পায়নি৷ মাঝে কেটে গিয়েছে  ৪২ বছর৷ তিরিশের রামাধর এখন বাহাত্তুরে বুড়ো৷ শঙ্কার মেঘ যখন কেটেছে মনে করেছে, তখনই ভরাডুবি৷ পুলিশের জালে পাকড়াও হল সে৷

 জনতার রায় নয় কংগ্রেসের বদান্যতায় সরকার, মেনে নিলেন কুমারস্বামী ]

Advertisement

৪২ বছর পর শেষমেশ গ্রেপ্তার হল রেলকর্মী রামাধর পাণ্ডে৷ ১৯৭৬ সালের ২৫ ডিসেম্বর শীতের রাতে সহকর্মীদের সঙ্গে মালগাড়ির বডি ভেঙে ৮৯টি সিল্কের শাড়ি চুরি করেছিল রামাধর৷ সুরাট থেকে হাওড়ার শালিমারে আসছিল গাড়িটি৷ শালিমার আসার পরেই জানা যায় পথেই খোওয়া গিয়েছে ৮৯টি শাড়ির একটি বান্ডিল৷ রেলের সম্পত্তি চুরির অভিযোগে মামলা দায়ের করে রায়পুর আরপিএফ৷ নয় জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়৷ তার মধ্যে ছিল রামাধরও৷ আটজন কর্মী গ্রেপ্তার ও সাময়িক বরখাস্ত হলেও রামাধর আর চাকরিতে যোগ দেয়নি৷ ঘটনার ২২ বছর পর অর্থাৎ ২০ বছর আগেই রামাধরের বিরুদ্ধে স্থায়ীভাবে ওয়ারেন্ট জারি করে আদালত৷

Advertisement

[  মোদি বিরোধিতার নামে কংগ্রেস দেশের বিরোধিতা করবে, কটাক্ষ প্রধানমন্ত্রীর ]

রায়পপর আরপিএফ ও পুলিশ বিহারের ছাপড়া জেলার নটবর সিমারিয়া গ্রামে হানা দেয়৷ কিন্তু যতবার পুলিশ হানা দিয়েছে ততবারই গা-ঢাকা দিয়েছে রামাধর৷ রায়পুর থেকে ছাপড়ার দূরত্ব অনেক৷ ফলে পুলিশি হানা বারবার দেওয়া সম্ভব হয়নি৷ সে কারণেই ৪২ বছরের মধ্যে তাকে গ্রেপ্তার করাও সম্ভব হয়নি৷ দীর্ঘদিন গ্রেপ্তারি এড়িয়ে ৩০ বছরের রামাধর এখন বাহাত্তরে৷ এদিকে তিতিবিরক্ত আরপিএফ ও পুলিশ৷ এরপর রায়পুর পুলিশ সুপারের আবেদনে ছাপড়ার পুলিশ সুপার পদক্ষেপ করেন৷ রায়পুরের আরপিএফ এসআই সঞ্জয় বর্মার নেতৃত্বে একদল আরপিএফ শুক্রবারই ছাপড়ায় আসেন৷ এরপর পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় শনিবার ভোর রাতে৷ এবার যাতে ফসকাতে না পারে সেজন্য ১৫ সদস্যের যৌথবাহিনী গ্রামের আট কিমি দূরে গাড়ি রেখে  অন্ধকারে পায়ে হেঁটেই রামাধরের বাড়িতে যায়৷ রাতের অন্ধকারে বাড়ির পুরো চত্বর ঘিরে ফেলেন কর্মীরা৷ সার্চ লাইট দিয়ে পুরো এলাকা আলোকিত করা হয়৷ এরপরই ঘর ছেড়ে পালাতে অসমর্থ হয় রামাধর৷

তাকে গ্রেপ্তার করা হয়েছে৷ তবে এতদিন পর চার দশকের পুরনো অপরাধের কী সাজা হয়, তাই-ই কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ