সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনমের নার্কো টেস্ট করার দাবি তুললেন রাজা রঘুবংশীর ভাই শচীন রঘুবংশী। এদিকে বৃহস্পতিবারই সোনম, তাঁর প্রেমিক রাজ কুশওয়ার-সহ আরও তিনজনের পুলিশ হেফাজত শেষ হয়। এদিনই পাঁচ অভিযুক্তকে শিলং আদালতে তোলা হয়। সমস্ত দিক বিচার করে বিচারক সোনম ও রাজকে আরও দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। বাকি তিন জনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।
এদিন শচীন প্রশ্ন তোলেন, “গত আটদিন পুলিশ হেফাজতে থাকার পর সোনম যখন খুনের ঘটনা নিয়ে কিছুই জানায়নি তখন নতুন করে দু’দিনের হেফাজতে পুলিশ তাঁর কাছ থেকে কী এমন তথ্য উদ্ধার করতে পারবে?” এরপরই মেঘালয়ে হানিমুন হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত সোনমের নার্কো টেস্টের দাবি জানান তিনি। তাঁর দাবি, এই ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত। তাঁদের চিহ্নিত করতে সোনমের নার্কো টেস্ট করানো দরকার।
উল্লেখ্য, গত ২০ মে মধুচন্দ্রিমায় মেঘালয়ে ঘুরতে যান নবদম্পতি রাজা রঘুবংশী ও সোনম রঘুবংশী। ২৩ মে চেরাপুঞ্জিতে পৌঁছনোর পর নিখোঁজ হয়ে যান দম্পতি। এই ঘটনার ১১ দিন পর জলপ্রপাতের খাদ থেকে উদ্ধার হয় রাজার দেহ। তবে খোঁজ মেলেনি সোনমের। এরই মাঝে গাজিপুর থেকে বাড়িতে ফোন করেন সোনম। সেই ফোনের সূত্র ধরে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এরপরই সোনমের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিকে যে জায়গায় রাজাকে খুন করা হয়েছিল সোমবার সেখান থেকে একটি দা উদ্ধার করে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.