Advertisement
Advertisement

Breaking News

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে তৃণমূল প্রার্থীকে সমর্থন করবে কংগ্রেস

আগামী ৩০ জুন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের পদের মেয়াদ শেষ হচ্ছে পিজে কুরিয়েনের৷

Rajya Sabha Deputy Chairperson post set for contest; Congress ready to back Trinamool leader as opposition candidate: sources
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 27, 2018 1:54 pm
  • Updated:June 27, 2018 1:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্য লোকসভা৷ ২০১৯-এর নির্বাচনে বিজেপিকে হারাতে এবার তৃণমূলের সঙ্গে সমঝোতার হাত বাড়াল জাতীয় কংগ্রেস৷ বিরোধী জোটের অন্যতম প্রধান চালিকা শক্তি তৃণমূলকে পাশে পাতে রাজ্যসভার গুরুত্বপূর্ণ আসন ছাড়ার সিদ্ধান্ত নিল কংগ্রেস৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের নির্বাচনে তৃণমূলের জন্য আসন ছাড়ার প্রস্তাব দিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ জানানো হয়েছে, তৃণমূল প্রার্থী সুখেন্দুশেখর রায়ের বিরুদ্ধে কংগ্রেসের তরফে বিকল্প কোনও প্রার্থী দাঁড় করানো হবে না৷ প্রয়োজনে তৃণমূল প্রার্থীকে সমর্থন করবে কংগ্রেস৷

[যাত্রী অসন্তোষ ঠেকাতে মাসে দু’বার ধোয়া হবে রেলের অপরিচ্ছন্ন কম্বল]

আগামী ৩০ জুন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের পদের মেয়াদ শেষ হচ্ছে পিজে কুরিয়েনের৷ ৩০ জুনের পর এই পদের জন্য নির্বাচন হওয়ার কথা৷ সব ঠিকঠাক থাকলে ১৯৯২ সালের পর এই প্রথম নির্বাচন হতে চলেছে৷ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদ নিজেদের দখলে আনার লক্ষ্যে ইতিমধ্যেই সংসদের মধ্যেই সমর্থন আদায়ের কাজ শুরু করে দিয়েছে তৃণমূল৷ ইতিমধ্যেই প্রার্থীর নামও চূড়ান্ত হওয়ার পর রাজ্যসভায় নিজেদের জয় নিশ্চিত করতে অঙ্ক কষতে শুরু করেছে ঘাস-ফুল শিবির৷

Advertisement

[উবের-এর শেয়ার ক্যাবে ভয়াবহ অভিজ্ঞতা, আতঙ্কে মহিলা সাংবাদিক]

রাজ্যসভার মোট ২৪৫ সদস্যের মধ্যে ডেপুটি চেয়ারম্যানের পদে জয় পেতে হলে তৃণমূলের প্রযোজন ১২২ সদস্যের সমর্থন৷ এই মুহূর্তে রাজ্যসভায় বেশ ভালই শক্তি রয়েছে বিরোধীদের৷ মোট ১১৭ রাজ্যসভার সাংসদ এখন মোদি বিরোধী আসন রয়েছেন৷ বিজেপির হাতে রয়েছে মাত্র ৬৯টি ভোট৷ এনডিএ শিবিরে মোট সদস্য সংখ্যা ১১৫ জন৷ ফলে, সংখ্যার নিরিখে বিরোধী শিবির এগিয়ে থাকলেও ১১৭ জন সদস্য সবাই তৃণমূলকে সমর্থন করবে তা নাও হতে পারে৷ মূলত এই আশঙ্কার কথা ভেবেই তৃণমূলের তরফে কংগ্রেস-সহ স্থানীয় রাজনৈতিক দলগুলির সাহায্য চাইতেই হবে৷ ফলে, বিজু জনতা দল ও তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতিj মোট ১২ সাংসদের ভোট ও ওয়াইএসআর কংগ্রেসের দুই সাংসদের ভোটও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্বাচন ঘোষণা কংগ্রেসের তরফে তৃণমূলকে সমর্থনের প্রস্তাবের খবরে দেশের রাজনীতিতে নতুন করে তৈরি হয়েছে নয়া জল্পনা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ