সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গন্তব্য়ে পৌঁছতে ব়্য়াপিডো বাইক বুক করেছিলেন এক মহিলা। মাঝরাস্তাতে চালকের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় তাঁর। অভিযোগ জানাতেই ওই মহিলাকে ঠাটিয়ে চড় মারেন ব়্য়াপিডো চালক! রাস্তায় ছিটকে পড়েন তিনি। বেঙ্গালুরুর জয়নগরের এই ঘটনা এখন সোশাল মিডিয়ায় ভাইরাল।
ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, ওই মহিলা একটি সোনার দোকানে কাজ করেন। ব়্য়াপিডো বাইকে চেপে গন্তব্য়ে যাচ্ছিলেন। অভিযোগ, মাঝরাস্তায় চালক হঠাৎ বাইকের গতি বাড়িয়ে দেন। সেই নিয়েই প্রতিবাদ জানান মহিলা। যা বড় আকার ধারণ করে। রাস্তাতেই দু’জনে ঝগড়া শুরু করেন।
প্রত্যক্ষদর্শীদের কথায়, ওই মহিলা ইংরেজিতে আর চালক কন্নড় ভাষায় কথা বলছিলেন। কেউই কারও ভাষা বুঝতে পারছিলেন না। ফলে সমস্যা আরও বাড়ে। এরপর ওই যাত্রী ভাড়া দিতে অস্বীকার করেন এবং হেলমেট ফেরত দিয়ে দেন। এমনকী কয়েকবার চালককে মারতেও দেখা যায় তাঁকে। রুদ্রমূর্তি ধারণ করেন চালকও। ঠাস করে চড় কষিয়ে দেন মহিলাকে। রাস্তায় ছিটকে পড়েন তিনি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, দু’জনের মধ্য়ে তুমুল ঝগড়া চলছে। ওই চালক চড় মারার পরও কেউ তাঁকে থামাতে আসেননি। অনেকেই গোটা ঘটনা ক্য়ামেরাবন্দি করেন। পরে পুলিশ এসে দু’জনকে থামান। তবে ওই মহিলাকে অভিযুক্ত চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে বললে, তিনি আর বিষয়টি এগিয়ে নিয়ে যেতে চাননি। পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত করছে এই ঘটনার। (যদিও এই ভিডিওর সত্য়তা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)
Rapido bike rider slapped a woman customer when she questioned him over rash driving & jumping signal in Bengaluru.
Argument escalated because the woman spoke only English & the rider knew only Kannada. pic.twitter.com/w32zOQWOiL
— BALA (@erbmjha) June 16, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.