আরবিআই। ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শেষ ত্রৈমাসিকেও অপরিবর্তিত থাকছে রেপো রেট। শুক্রবার মনিটারি পলিসি কমিটির বৈঠক শেষে জানিয়ে দিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। একই সঙ্গে মুদ্রাস্ফীতি নিয়েও সুখবর শুনিয়েছেন তিনি।
শুক্রবার বৈঠকে বসেছিল শীর্ষ ব্যাঙ্কের ছয় সদস্যের আর্থিক কমিটি। সেখানেই স্থির হয় অপরিপর্তিত রাখা হবে রেপো রেট। ৬ সদস্যের মধ্যে ৪ সদস্য রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষে মত দেন। এর আগে পর পর ১০ ত্রৈমাসিকে রেপো রেট (Repo Rate) বাড়ানো হয়নি। অথচ পাল্লা দিয়ে বাড়ছিল মুদ্রাস্ফীতি। তবে শেষ ত্রৈমাসিকে কিছুটা নিয়ন্ত্রণে মুদ্রাস্ফীতি। এর আগে ১০ ত্রৈমাসিকে যেহেতু রেপো রেট বাড়ানো হয়নি, তাই এবারও বাড়ানো হবে না বলেই মনে করছিল অর্থনৈতিক মহল। সেই প্রত্যাশা মিলে গেল। মহারাষ্ট্রের ভোটের ফলের পরও সুদের হার বাড়ানো হল না।
শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের মনিটরি পলিসি কমিটির বৈঠক শেষে জানিয়ে দেওয়া হল, আগামী ত্রৈমাসিকেও সুদের হার অপরিবর্তিত থাকবে। অর্থাৎ আগামী তিন মাসের জন্য রেপো রেট থাকছে ৬.৫ শতাংশ। ২০২৩ সালের মার্চে শেষবার রেপো রেট বাড়ানো হয়েছিল। তারপর থেকেই অপরিবর্তিত সুদের হার। ২০২৪-২৫ অর্থবর্ষের শেষেও সুদের হার অপরিবর্তিত রাখারই সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্কের (RBI) মানিটারি পলিসি কমিটি।
এদিন রেপো রেট অপরিবর্তিত রাখায় আপাতত বাড়ি-গাড়ির ঋণে সুদের হার বাড়ার বিশেষ সম্ভাবনা নেই। তবে মুদ্রাস্ফীতির হার নিয়ে উদ্বিগ্ন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। তিনি জানিয়েছেন, আগামী বছর সার্বিকভাবে মুদ্রাস্ফীতির হার ২-৬ শতাংশের মধ্যে রাখার চেষ্টা করা হবে। শক্তিকান্ত দাসের কথায়, “আমজনতার জন্য দামের স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে আর্থিক বৃদ্ধির দিকেও নজর দিতে হবে। এই পথে মূল কাঁটা হল মুদ্রাস্ফীতি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.