Advertisement
Advertisement

জানেন, সারা দেশে কত জমি আছে কেন্দ্র সরকারের?

জমির পরিমাণ জানলে চমকে উঠবেন।

Read how much land govt of India owns
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 30, 2017 2:54 pm
  • Updated:October 30, 2017 2:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রাস্তা সম্প্রসারণই হোক কিংবা শিল্পস্থাপন, জমি ছাড়া তো কিছুই সম্ভব নয়। কিন্তু, এ রাজ্যে জমি অধিগ্রহণ একটা বড় সমস্যা। কারণ শিল্প বা অন্য কোনও কারণে কৃষিজমি অধিগ্রহণে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, জানেন কি সারা দেশে ঠিক কতটা জমি রয়েছে কেন্দ্র সরকারের?  এখনও পর্যন্ত যা তথ্য মিলেছে, তাতে দেখা গিয়েছে, প্রায় ১৩ হাজার ৫০৫ স্কোয়ার কিমি জমির মালিক কেন্দ্রের মোদি সরকার। আয়তনে যা ন’টা দিল্লির সমান! সূত্রের খবর, এই বিপুল পরিমাণ জমির একটা বড় অংশ আবাসন-সহ বিভিন্ন পরিকাঠামো তৈরির কাজে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। প্রসঙ্গত, কেন্দ্রের মালিকাধীন জমি জরিপের কাজ এখনও চলছে। ফলে আগামী দিনে যে আরও জমির হদিশ মিলবে, তা বলাই যায়।

[আফগানিস্তানে গম পাঠাতে এই প্রথম চাবাহার বন্দর ব্যবহার করল ভারত]

Advertisement

দেশের বিভিন্ন প্রান্তে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির মালিকাধীন জমি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু, সেই জমির পরিমাণ কত? এতদিন সে বিষয়ে সরকারের কাছে কোনও তথ্য ছিল না। গত বছর থেকে জমি সংক্রান্ত তথ্য সংগ্রহ করে একটি তথ্যভাণ্ডার তৈরির কাজ শুরু করেছে মোদি সরকার। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৪১টি মন্ত্রক ও ২২ রাষ্ট্রায়ত্ত সংস্থা তাদের জমির পরিমাণ জানিয়েছে। আর তাতেই বিপুল পরিমাণ জমির সন্ধান মিলেছে। সরকারি পরিসংখ্যান বলছেন, কেন্দ্রের মালিকাধীন জমির পরিমাণ প্রায় ১৩ হাজার ৫০৫ স্কোয়ার কিমি। যা আয়তনে রাজধানী দিল্লির ন’গুন! জমি সংক্রান্ত তথ্য ইতিমধ্যেই গর্ভনমেন্ট ল্যান্ড রিফর্মস সিস্টেমে আপলোড করার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। এই অনলাইন পোর্টাল থেকে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের মধ্যে সবচেয়ে বেশি জমি রেলের। ৩১,০৬৩টি প্লটে বিভক্ত এই জমিগুলি প্রায় ২,৯২৯ স্কোয়ার কিমি এলাকায় ছড়িয়ে রয়েছে। তবে কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত যত জমি অধিগ্রহণ করেছে, তার বেশিরভাগটাই আবার প্রতিররক্ষামন্ত্রকের হাতে।  সেই জমির পরিমাণও নেহাত কম নয়।

Advertisement

[রাজ্য কেন আদালতে, মমতার আধার মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের]

কিন্তু, কেন্দ্রের মালিকাধীন এই বিপুল পরিমাণ জমি কীভাবে ব্যবহার করা হবে?  ২০১২ সালে, ইউপিএ আমলে প্রাক্তন অর্থসচিব বিজয় কেলকরের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি সুপারিশ করেছিল, অব্যহৃত ও সঠিকভাবে ব্যবহার না হওয়া জমি নিয়ে ল্যান্ডব্যাঙ্ক তৈরি করা হোক। শহরাঞ্চলে সেই ল্যান্ডব্যাঙ্কের জমি বিভিন্ন বেসরকারি সংস্থাকে লিজে দিয়ে দিক সরকার। তাতে একদিকে যেমন জমি থেকে সরকারের আয় হবে, তেমনি জমির সঠিক ব্যবহারও হবে। তবে মোদি সরকার জমি লিজ দিতে আগ্রহী নয়। কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক জানিয়েছেন, এই বিপুল পরিমাণ জমির একটা বড় অংশে আবাসন-সহ বিভিন্ন পরিকাঠামো তৈরি করা হবে।

[আধার, প্যান কার্ড পেতে পারেন এদেশে বসবাসকারী পাক নাগরিকরাও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ