Advertisement
Advertisement
Retail Inflation

গত পাঁচ বছরে সর্বনিম্ন! খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার কমে ৩.৫৪ শতাংশ

গত মাসে গোটা দেশের উদ্বেগ বাড়িয়ে মূল্যবৃদ্ধি ৫.৮ শতাংশে পৌঁছেছিল।

Retail inflation drops to 3.5% in July and hitting a near 5-year low
Published by: Kishore Ghosh
  • Posted:August 12, 2024 6:47 pm
  • Updated:August 12, 2024 6:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুন মাসে আগুন হয়ে উঠেছিল বাজার। সেই তুলনায় মধ্যবিত্তকে অনেকটাই স্বস্তি দিল জুলাই মাসের খুচরো মূল্যবৃদ্ধির হার। কেন্দ্রের তথ্য অনুযায়ী যা নেমে আসে ৩.৫৪ শতাংশে। এর ফলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মূল্যবৃদ্ধির হারকে ৪ শতাংশের মধ্যে রাখার যে লক্ষ্য, তাও পূরণ করা গিয়েছে। কেন্দ্রের দাবি, গত পাঁচ বছরে সর্বনিম্ন মূল্যবৃদ্ধির হার ছিল বিগত জুলাই মাস।

গত জুনে গোটা দেশের উদ্বেগ বাড়িয়ে মূল্যবৃদ্ধি ৫.৮ শতাংশে পৌঁছেছিল। চার মাসের মধ্যে সব থেকে বেশি। এক বছর আগের হার ছিল ৪.৮৭ শতাংশ আর গত মে মাসে ৪.৭৫ শতাংশ। জুনে গোটা দেশের উদ্বেগ বাড়িয়ে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ৯ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল। শুধু আনাজেরই দাম বাড়ে ২৯.৩ শতাংশ হারে। দেশবাসীর প্রধান খাবার যেগুলি, চাল-গমের মতো সেই সব খাদ্যশস্যের মূল্যবৃদ্ধি পৌঁছে যায় ৮.৭৫ শতাংশে। একমাত্র ভোজ্যতেল এবং চর্বি বাদে দাম বেড়েছিল প্রায় সব রকম খাবারের।

Advertisement

 

[আরও পড়ুন: কোন পথে যাবে ভারত-বাংলাদেশ সম্পর্ক! প্রথমবার মুখ খলল প্রতিবেশী দেশ]

সোমবার সরকারি বিবৃতিতে বলা হয়েছে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স (CPI) অনুযায়ী ২০২৪ এর জুলাই মাসের মূল্যবৃদ্ধির হার গত ৫৯ মাসের মধ্যে সবচেয় কম। অর্থাৎ প্রায় পাঁচ বছরের মধ্যে দ্রব্যমূল্য সবচেয়ে কম বৃদ্ধি পেয়েছে। গ্রাম ও শহরের বাজার মিলিয়ে সার্বিক মূল্যবৃদ্ধির হার ৩.৫৪ শতাংশ। গ্রামাঞ্চলে মৃল্যবৃদ্ধির হার ২.৯৮ শতাংশ, অন্যদিকে শহরাঞ্চলে তা কিছুটা বেশি ৪.১০ শতাংশ। উল্লেখ্য, জুন মাসে মূল্যবৃদ্ধির সার্বিক হার পৌঁছে গিয়েছিল ৫ শতাংশে। মূল্যবৃদ্ধির হার কমার অন্যতম কারণ খাদ্যপণ্যের দাম কমা, বলছেন বিশেষজ্ঞরা।

 

[আরও পড়ুন: ‘নীরজের মা আমার মায়ের মতো’, সীমান্ত ডিঙিয়ে বার্তা পাকিস্তানের সোনার ছেলে নাদিমের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement