BREAKING NEWS

১৭ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ১ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

বন্যা দুর্গতদের দিকে বিস্কুট ছুড়ে বিতর্কে মুখ্যমন্ত্রীর ভাই, ভাইরাল ভিডিও

Published by: Suparna Majumder |    Posted: August 21, 2018 8:58 am|    Updated: August 21, 2018 8:58 am

Revanna throwing biscuit packets Kerala Flood Victims, viral video

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টি কিছুটা কমেছে। কিন্তু কেরলে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। চারদিক থেকে আসছে সাহায্য। সাধারণ মানুষ থেকে তারকা, সকলেই নেমে পড়েছেন বন্যা দুর্গতদের সাহায্যের জন্য। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে এসেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। সাধের সাইকেল কেনার জন্য চার বছর ধরে যে টাকা জমিয়েছিল, সেই টাকা দান করে নজির গড়েছেন তামিলনাড়ুর এক নয় বছরের বালিকা। প্রায় একই পরিস্থিতি কর্ণাটকের কিছু অংশেও। এর মধ্যেই ত্রাণ সামগ্রী বিলি করতে গিয়ে বিতর্কে জড়ালেন খোদ কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামীর ভাই এইচ ডি রেভান্না। ত্রাণশিবিরে গিয়ে বন্যা দুর্গতদের দিকে বিস্কুটের প্যাকেট ছুড়লেন তিনি। ভাইরাল হয়েছে সে ভিডিও। এরপরই নেটদুনিয়ার রোষের পাত্র হয়েছেন রেভান্না।

[সাইকেল কেনার সঞ্চয় ভেঙে কেরলের পাশে ছোট্ট অনুপ্রিয়া, পেল অবিশ্বাস্য পুরষ্কার]

বর্তমানে কর্ণাটকের পিডাব্লুডি মন্ত্রী রেভান্না। ক্ষতিগ্রস্ত হাসান ও কোডাগো জেলায় ত্রাণের কাজকর্ম দেখতে যান তিনি। ত্রাণশিবিরগুলিতেও যান। এরই মধ্যে একটি শিবিরে বিস্কুট বিলি করতে দেখা যায় তাঁকে। কাছেই দাঁড়িয়েছিলেন বন্যায় সবকিছু হারানো মানুষগুলি। ভেবেছিলেন মন্ত্রীর কাছে দুঃখের কথা জানাবেন। কিন্তু তার বদলে এমন ব্যবহার পেয়ে আশাহত হন অনেকে। ভিডিও-তে দেখা যায় অবহেলার সঙ্গে বিস্কুটের প্যাকেটগুলি ছুড়ছেন মন্ত্রী। কেউ কেউ তা নিতেও চাইছেন না, কিন্তু অনেকে আবার খিদের চোটে নিয়েও নিচ্ছেন।

এই ভিডিও ভাইরাল হওয়ার পরই বিতর্ক চরমে ওঠে। বিভিন্ন সংবাদ মাধ্যমে ভিডিওটি দেখানোর পর সমালোচনার পাত্র হয়ে ওঠেন মন্ত্রী। এক সংবাদমাধ্যমের তরফ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি এভাবে দেখানোয় তিনি ব্যথিত। অন্য কাউকে বিস্কুট বিলি করতে বললে এমনটা হত না। মুখ্যমন্ত্রীও কুমারস্বামীও ভাইয়ের পাশে দাঁড়িয়েছেন। বলেন, তাঁর ভাই দাম্ভিক নয়। বিষয়টি টিভিতে দেখে তিনি খোঁজ নিয়েছিলেন। সেখানে অনেক লোক ছিল। নড়াচড়ার জায়গা ছিল না। তাই ওভাবে দেওয়া হয়েছে। অন্যভাবে এই ঘটনা না নেওয়াই ভাল। রেভান্নার পুত্র প্রজ্জ্বলও বলেন, ‘আমার বাবা নম্র মানুষ। যা হয়েছে তা অনভিপ্রেত। তিনি তখন তাড়ায় ছিলেন। তাঁর হয়ে আমি ক্ষমা চাইছি।’ এদিকে ঘটনার তীব্র সমালোচনা করেছে বিজেপি। বিজেপি নেতা সুরেশ কুমার ফেসবুক রেভান্নার এই আচরণকে অসভ্য আচরণ বলে ব্যাখ্যা করেছেন।

[আগামী সপ্তাহের মধ্যেই পঞ্চায়েত মামলার রায় ঘোষণা সুপ্রিম কোর্টে]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে