সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু হচ্ছে বেঙ্গালুরুর দ্বিতীয় ফেজের কাজ। তার জন্য ৪৫ দিন ধরে রাস্তা বন্ধ থাকবে বলে জানিয়েছে বেঙ্গালুরুর ট্রাফিক বিভাগ। জানা গিয়েছে, আউটার রিং রোড সার্ভিস রোডে চারটি মেট্রোর পিলার তৈরি হবে এই সময়ের মধ্যে।
Traffic Advisory. @DCPSouthTrBCP @Jointcptraffic @CPBlr @blrcitytraffic @BlrCityPolice @acphsrtrps @acpwfieldtrf @halairporttrfps @DCPTrEastBCP @hsrltrafficps @madivalatrfps @wftrps @0RRCA pic.twitter.com/RLJiI9TWn4
— BELLANDURU TRAFFIC BTP (@bellandurutrfps) February 19, 2025
বুধবার বেঙ্গালুরুর ট্রাফিক দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জানিয়ে রাস্তা বন্ধ থাকার বিষয়টি জানানো হয়। বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু হবে মেট্রোর চারটি পিলার তৈরির কাজ। আউটার রিং সার্ভিস রোডে সরজাপুরের দিকের রুটেই তৈরি হবে চারটি পিলার। আগামী ৪৫ দিন ধরে এই কাজ চলবে বলে অনুমান। তাই রাস্তার দুধারে থাকবে ব্যারিকেড। ফলে যানজটের সম্ভাবনা অনেক বেশি বাড়বে।
উল্লেখ্য, গত মাসেও দিনদুয়েক মেট্রোর কাজের জন্য বন্ধ রাখা হয়েছিল আউটার রিং রোড। রাস্তার একটা দিক পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল। অপর দিকের পথ দুটি লেনে ভাগ করে যান চলাচলের ব্যবস্থা ছিল। প্রসঙ্গত, প্রবল যানজট এবং দূষণের কারণে গোটা বেঙ্গালুরুতে ‘কুখ্যাত’ এই আউটার রিং রোড। কেবল দিনের ব্যস্ত সময় নয়, গভীর রাতেও যানজট থাকে এই রাস্তায়। মাত্র ১৩ কিলোমিটার পথ পাড়ি দিতেই প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়। কর্মব্যস্ত দিনে তো দেড় ঘণ্টা সময়ও আটকে থাকতে হয় এই রাস্তার যানজটে। মেট্রোর কাজের জেরে রাস্তা বন্ধ থাকলে এই ভোগান্তি আরও কত বাড়বে, সেটা ভেবেই চিন্তার ভাঁজ বেঙ্গালুরুবাসীর কপালে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.