অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রমেনচন্দ্র বড়ঠাকুর।
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: তৃণমূলে যোগ দিয়ে বড় দায়িত্ব পেলেন অসমের অভিজ্ঞ নেতা রমেনচন্দ্র বড়ঠাকুর। অসমের রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হল তাঁকে। শনিবার কলকাতায় এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সাংসদ সুস্মিতা দেবের হাত ধরে তৃণমূলে যোগ দেন অসমের রাজনীতিতে পোড় খাওয়া এই নেতা।
অসমে সংগঠন বাড়াতে দীর্ঘদিন ধরেই তৎপর তৃণমূল। যদিও সাম্প্রতিক সময়ে অসমে বেশ খানিকটা শক্তিক্ষয় হয়েছে ঘাসফুলের। লোকসভা ভোটে অসমের চার আসনে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় আসেনি। এর পর রাজ্য সভাপতির দায়িত্ব ছেড়ে দেন রিপুণ বোরা। এরপর অসমে ইনচার্জের দায়িত্বে আনা হয় বাংলার আইনমন্ত্রী মলয় ঘটককে। ২০২৬ সালে অসম বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে অসমে সংগঠন বাড়ানোর কাজে নেমে পড়েন তিনি। অবশেষে উত্তর-পূর্বের এই রাজ্যে তৃণমূলের সভাপতি পদে রমেনকে দায়িত্ব দিল তৃণমূল। শনিবার এক্স হ্যান্ডেলে এই তথ্য প্রকাশ করেছে ঘাসফুল শিবির।
কংগ্রেসের হাত ধরে রাজনীতি শুরু করলেও গত জুলাই মাসে কংগ্রেস ছেড়ে আম আদমি পার্টিতে যোগ দেন রতন। তবে কেজরির দলে সেভাবে সুযোগ করে উঠতে পারেননি তিনি। জানা যায়, সুস্মিতা দেবের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে তাঁর। সেই সূত্রেই শনিবার কলকাতা এসে তৃণমূলে যোগ দেন তিনি। অসম রাজনীতিতে অভিজ্ঞ এই নেতার দলে যোগদান অসম তৃণমূলকে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, ২০২৬ সালে অসমে বিধানসভা নির্বাচন। অর্থাৎ হাতে অনেকটাই সময় রয়েছে। তাই ক্ষত সারিয়ে নব উদ্যমে মাঠে ঝাঁপিয়ে পড়তে চায় তৃণমূল। মলয় ঘটক পর্যবেক্ষকের দায়িত্ব নেওয়ার পর ধাপে ধাপে সেই শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির। এবার রমেনের নেতৃত্বে অসমে জোরকদমে ঝাঁপিয়ে পড়তে তৈরি বাংলার শাসকদল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.