সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক আগেই দিল্লির বিধানসভা নির্বাচন জিতেছে বিজেপি। তারপরেই প্রকাশ্যে এল দিল্লিতে গড়ে ওঠা আরএসএসের নতুন সদর দপ্তরের ঝলক। প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে এই নতুন ভবন। ৩.৭৫ একর জায়গা জুড়ে স্থাপিত হয়েছে তিনটি বহুতল। সবমিলিয়ে ৩০০টি ঘর রয়েছে আরএসএসের নতুন সদর দপ্তরে।
২০১৮ সাল থেকে এই ভবন তৈরির কাজ শুরু হয়েছিল। জানা গিয়েছে, সদর দপ্তরের এই ভবনের নাম রাখা হবে কেশব কুঞ্জ। সেখানে সাধনা, প্রেরণা, অর্চনা নামে তিনটি টাওয়ার থাকছে। প্রত্যেকটি টাওয়ারই ১২ তলা উঁচু। রাম মন্দিরের অন্যতম প্রবক্তা অশোক সিঙ্ঘলের নামে নামাঙ্কিত হবে ভবনের প্রধান অডিটোরিয়াম। অন্তত ২৭০টি গাড়ি রাখার জায়গা থাকবে এই ভবনে। ওয়াকিবহাল মহলের মতে, দীনদয়াল উপাধ্যায় মার্গে অবস্থিত বিজেপির সদর দপ্তরও এই ‘প্রাসাদে’র সামনে নেহাতই শিশু!
জানা গিয়েছে, গুজরাটের অনুপ দাভের তৈরি নকশায় তৈরি হয়েছে আরএসএসের নতুন সদর দপ্তর। সাধনা টাওয়ারে থাকবে সমস্ত দপ্তর। বাকি দুটি টাওয়ার মূলত আরএসএস সদস্যদের বসবাসের জন্য। এই দুই টাওয়ারের মধ্যে থাকবে বিশাল লন, সেখানে থাকবে আরএসএস প্রতিষ্ঠাতা কেশব বেলিরামের মূর্তি। সবমিলিয়ে তিনটি অডিটোরিয়াম রয়েছে এই ভবনে, মোট ১৩০০ আসন রয়েছে সেখানে। পাঁচ শয্যার হাসপাতালও রয়েছে ভবনের অন্দরে। কার্যকর্তাদের চিকিৎসা হবে সেখানে। তবে আরএসএসের সদর দপ্তরে থাকা ডিসপেনসরি থেকে পরিষেবা পাবেন আমজনতাও।
এক শীর্ষ নেতার কথায়, অন্তত ৭৫ হাজার জন অনুদান দিয়েছেন আরএসএসের নতুন সদর দপ্তর গড়ে তুলতে। গোটা দপ্তরের বিদ্যুতের ২০ শতাংশ মেটানোর জন্য বসানো হয়েছে সোলার প্যানেল। কাঠ ব্যবহার না করে গ্রানাইটের ফ্রেম লাগানো হয়েছে ভবনে। আরএসএসের নতুন সদর দপ্তরে থাকছে গ্রন্থাগারও। জানা গিয়েছে, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে এই ভবনে আরএসএসের দপ্তর সরিয়ে আনার কাজ চলছিল। বুধবার সেই কাজ শেষ হয়েছে। চলতি মাসের ১৯ তারিখ এই ভবনে কার্যকর্তা মিলন আয়োজন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.