প্রতীকী ছবি
হেমন্ত মৈথিল, লখনউ: প্রয়াগরাজে মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনা নিয়ে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে বলতে শোনা গিয়েছে, “মহাকুম্ভের কথা বলে লাভ নেই। ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে।” তাঁর এহেন মন্তব্যেই নারাজ সন্ত সমাজ। ধর্মীয় নেতাদের দাবি, মমতার ওই মন্তব্য সনাতন ধর্ম ও মহাকুম্ভের অপমান।
শ্রীপঞ্চায়েতি আখড়া মহানির্বাণীর জাতীয় সম্পাদক মহন্ত যমুনা পুরী বলেছেন, ”প্রয়াগরাজ মহাকুম্ভ এক ‘অমৃত পর্ব’, যার জাঁকজমক গোটা বিশ্ব দেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত নয় এমন পবিত্র এক অনুষ্ঠান নিয়ে এমন মন্তব্য করা।” পাশাপাশি নির্মোহী আনি আখড়ার সভাপতি মহন্ত রাজেন্দ্র দাসের মতে, ”প্রয়াগরাজ মহাকুম্ভ সনাতন ধর্মকে নতুন উচ্চতায় তুলে নিয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এর তাৎপর্য বুঝতে পারছেন না।”
এদিকে গোবর্ধন মঠ পুরীর স্বামী অধ্যক্ষনন্দ দেব তীর্থ মুখ্যমন্ত্রী মমতাকে পরামর্শ দিচ্ছেন একবার প্রয়াগরাজে আসার জন্য। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”৫০ কোটিরও বেশি ভারতীয় অমৃত কুম্ভে এসেছেন। একে মৃত্যুকুম্ভ বলাটা নিন্দনীয়।” একই ভাবে এই মন্তব্যের বিরোধিতা করেছেন পঞ্চ দশনম আবাহন আখড়ার আচার্য মণ্ডলেশ্বর স্বামী অরুণ গিরি, মহামণ্ডলেশ্বর ঈশ্বর দাস মহারাজ-সহ অন্য ধর্মীয় নেতারাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.