Advertisement
Advertisement

Breaking News

শহিদদের শেষ যাত্রায় বিতর্কে জড়ালেন বিজেপির দুই সাংসদ

সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে সমালোচনা৷

 Sakshi Maharaj seen laughing, during CRPF jawan funeral procession
Published by: Tanujit Das
  • Posted:February 17, 2019 5:57 pm
  • Updated:February 17, 2019 9:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামার জঙ্গি হামলায় ৪৯ জন জওয়ানের শহিদ হওয়ার ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে৷ পাকিস্তানের বিরুদ্ধে জমতে শুরু করেছে প্রবল ক্ষোভ৷  বারুদের স্তূপে একটু আগুনের ছোঁয়া লাগলেই ঘটতে পারে বিশাল বিস্ফোরণ৷ কিন্তু দেশের এই চরম দুঃখের অবস্থাতেও নির্লিপ্ত রইলেন কেন্দ্রের শাসকদলের দু’জন সাংসদ৷ একজন উন্নাও থেকে নির্বাচিত লোকসভার সাংসদ সাক্ষী মহারাজ এবং অন্যজন বিজেপির রাজ্যসভার সাংসদ অ্যালফোনস কান্নাথানাম৷ শহিদদের শেষ যাত্রায় হাজির থেকে প্রথমজন হাসলেন৷ ভোটপ্রচারে গিয়ে রাজনৈতিক নেতারা হুডখোলা গাড়ি থেকে যেমন জনসংযোগ করেন, ইনিও তাই করলেন৷ দ্বিতীয় জন, আরও একধাপ এগিয়ে শহিদ জওয়ানের কফিনের সামনে দাঁড়িয়ে সেলফি তুললেন৷ শাসকদলের দুই সাংসদের কীর্তি ঘিরে স্বভাবতই সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে বিতর্ক৷

[জওয়ানদের শেষ শ্রদ্ধায় মোবাইল হাতে রাহুল, ভাইরাল ছবি ঘিরে বিতর্ক ]

Advertisement

৪৯ জন জওয়ানের মৃত্যুর প্রতিশোধ স্পৃহায় ফুটছে গোটা দেশবাসী৷ চোখ দিয়ে রক্তাশ্রু ঝড়ছে সকলের৷ কিন্তু তাতে কোনও ভ্রুক্ষেপ নেই এই দুই সাংসদের৷ তাঁরা রয়েছেন নিজের কাজে ব্যস্ত৷ পুলওয়ামায় শহিদ সিআরপিএফ জওয়ান অজিত কুমারের শেষ যাত্রায় শনিবার হাজির হয়েছিলেন সাক্ষী মহারাজ৷ হুডখোলা গাড়িতে চেপে শহিদের শেষ যাত্রায় রওনা দেন তিনি৷ এবং হাসি মুখে হাত নেড়ে জনসংযোগ করেন এলাকার মানুষের সঙ্গে৷ একই লজ্জাজনক কীর্তি করেন বিজেপির রাজ্যসভার সাংসদ অ্যালফোনস কান্নাথানামও৷ শনিবার তিনিও হাজির হয়েছিলেন কেরলের থারিকাপেট্টায় এক শহিদের শেষ যাত্রায়৷ এবং শহিদের কফিনের সামনে দাঁড়িয়ে সেলফি তুললেন তিনি৷ সেই সেলফি পোস্ট করলেন টুইটারে৷

Advertisement

[পাঁচ বিচ্ছিন্নতাবাদী নেতার নিরাপত্তা প্রত্যাহার, চরম পদক্ষেপ প্রশাসনের]

দুই নেতার কাণ্ড কারখানা স্বভাবতই প্রশ্নের মুখে ফেলেছে শাসকদলকে৷ যে গেরুয়া শিবির সর্বদা দেশাত্মবোধের কথা বলে, এমন একটা শোকের সময় তাদের দলের নেতারাই এমন বেআক্কেলে কাজ করলেন কীভাবে? এই প্রশ্ন তুলে অনেকেই সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়৷ বিজেপিকে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীও৷ টুইটারেও উঠেছে সমালোচনার ঝড়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ