সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে লজ্জার হারের পর এবার ভাঙন ধরল ‘মহা বিকাশ আঘাড়ি’তে। মহারাষ্ট্রে জোট ছাড়ার ঘোষণা করল সপা। উদ্ধবের বিরুদ্ধে বাবরি মসজিদ ধ্বংসকে সমর্থনের অভিযোগ তুলে শনিবার সপা বিধায়ক আবু আজমি ঘোষণা করলেন, শিব সেনা (উদ্ধব)-র ‘হিন্দুত্ব এজেন্ডা’র জেরেই মহাজোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
বাল ঠাকরের উগ্র হিন্দুত্বের এজেন্ডা থেকে পিছু হঠে কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট বেধে বিধানসভায় লড়েছিল উদ্ধবের শিব সেনা। সেখানে শরিক হয় সমাজবাদী পার্টিও। তবে নির্বাচনে এই জোটের ফল হাতেনাতে পেয়েছে উদ্ধবের শিব সেনা। মহাজুটির কাছে লজ্জার হারের পর নতুন করে হিন্দুত্বের এজেন্ডায় ফিরতে আগ্রহী হয়েছে উদ্ধবের শিব সেনা। এই প্রেক্ষিতেই সপা বিধায়ক আজমির অভিযোগ, ”বিধানসভা নির্বাচনে হারের পর দলের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন উদ্ধব। সেখানে তিনি নির্দেশ দেন নতুন করে উগ্র হিন্দুত্বের পথে ফেরার।” এর পর গত ৬ ডিসেম্বর সোশাল মিডিয়ায় বাবরি মসজিদ ধ্বংসের সমর্থনে পোস্ট করে উদ্ধবের শিব সেনা। আজমি বলেন, ”বাবরি মসজিদ ধ্বংসের জন্য জনগণকে শুভেচ্ছা জানিয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে শিব সেনা (উদ্ধব)। ঠাকরে শিবিরের বহু নেতা ওই মসজিদ ধ্বংসে সহায়তা করেছেন বলে দাবি করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন।” একইসঙ্গে আজমি বলেন, ”আমি স্পষ্টভাবে জানাচ্ছি আমরা মহাজোট ছাড়ছি। এবং অখিলেশ যাদবের সঙ্গে এই বিষয়ে কথাও বলেছি।”
৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনে ওই ঘটনার সমর্থনে সোশাল মিডিয়ায় পোস্ট করেন শিব সেনা বিধায়ক মিলিন্দ। যেখানে বাল ঠাকরের বক্তব্য তুলে ধরে লেখা হয়, “যারা এই কাজ করেছেন তাঁদের জন্য আমি গর্বিত।” সেই পোস্টে উদ্ধব ঠাকরে ও তাঁর পুত্র আদিত্যর ছবিও তুলে ধরা হয়। এর প্রেক্ষিতেই সপা বিধায়ক বলেন, “যদি উদ্ধবের শিব সেনায় কেউ এই ধরনের মন্তব্য করেন তাহলে বিজেপির সঙ্গে এদের পার্থক্য কী? আমরা কেন ওঁদের সঙ্গে থাকব?”
উল্লেখ্য, মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে এবার মহাজোটের সঙ্গী হয়েছিল শিব সেনা (উদ্ধব), এনসিপি (শরদ) ও সপা। তবে মহাজুটির কাছে ধরাশায়ী হতে হয় তাঁদের। অত্যন্ত খারাপ ফল হয় উদ্ধবের শিব সেনার। এই ঘটনার পিছনে রাজনৈতিক মহলের অনুমান, হিন্দুত্বের এজেন্ডা ছেড়ে বেরিয়ে আসার ফল ভুগতে হয়েছে উদ্ধবদের। এমন পরিস্থিতিতে উদ্ধব হিন্দুত্বের এজেন্ডায় ফিরতে চাইলে জোট ছাড়ার ঘোষণা করল সপা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.