Advertisement
Advertisement

বিদায় শক্তিকান্তর, রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রা

রিজার্ভ ব্যাঙ্কের ২৬তম গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা।

Sanjay Malhotra Appointed New RBI Governor
Published by: Kishore Ghosh
  • Posted:December 9, 2024 5:55 pm
  • Updated:December 9, 2024 6:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা। এর আগে রাজস্ব বিভাগের সচিবের দায়িত্বে ছিলেন তিনি। সোমবার কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানান হয়েছে, আগামী বৃহস্পতিবার নিজের দায়িত্ব বুঝে নেবেন রিজার্ভ ব্যাঙ্কের ২৬তম গভর্নর। পরবর্তী তিন বছর এই দায়িত্ব পালন করবেন তিনি।

১৯৯০-এর ব্যাচের রাজস্থান ক্যাডারের আইএএস সঞ্জয় মালহোত্রা। কানপুর আইআইটি থেকে কম্পিউটার সায়েন্সের স্নাতক। আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ‘পাবলিক পলিসি’ বিষয়ে স্নাতকোত্তর করেন। গত ৩৩ বছরে প্রশাসনিক আধিকারিক হিসাবে শক্তি, অর্থ, আয়কর, তথ্য ও প্রযুক্তি, খনির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকে উচ্চপদে দায়িত্ব পালন করেছেন। রাজস্ব বিভাগের সচিব হওয়ার আগে আর্থিক পরিষেবা বিভাগের সচিবের পদে ছিলেন সঞ্জয়।

উল্লেখ্য, ২০১৮-র ১২ ডিসেম্বর রিজার্ভ ব্যাঙ্কের ২৫তম গভর্নর হিসাবে দায়িত্ব নিয়েছিলেন শক্তিকান্ত দাস। মঙ্গলবার আইবিআইয়ের গভর্নর হিসাবে কর্মকাল শেষ করবেন তিনি। একদিন পরে বৃহস্পতিবার দায়িত্ব বুঝে নেবেন আরবিআইয়ের ২৬তম গভর্নর সঞ্জয় মালহোত্রা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement