সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়ণবিস। অথচ এখনও মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ‘বর্ষা’য় পা পড়েনি তাঁর। এই ঘটনায় এবার বিস্ফোরক দাবি করলেন শিবসেনা উদ্ধব শিবিরের সাংসদ সঞ্জয় রাউত। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর বাসভবনে কালাজাদু করেছেন উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সেই ভয়েই ওই বাড়িতে পা রাখছেন না ফড়ণবিস।
এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর বাংলোয় ‘বর্ষা’য় দেবেন্দ্র ফড়ণবিস না আসায় চর্চা শুরু হয়েছে মারাঠা রাজনীতিতে। শুরু হয়েছে গুঞ্জন। এই প্রসঙ্গেই মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেন, “কেউ যাতে মুখ্যমন্ত্রী হতে না পারেন তার জন্য মুখ্যমন্ত্রীর বাসভবনে কালাজাদু করেছেন একনাথ শিন্ডে।” রাউতের দাবি, গুয়াহাটির কামাখ্যা মন্দিরে একটি মহিষ বলি দেওয়া হয়েছিল। সেই মহিষের সিং বাংলোর লনে পোঁতা রয়েছে। যাতে শিন্ডে ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে না পারেন। এটাই কারণ মুখ্যমন্ত্রী হওয়ার এত মাস পেরিয়ে গেলেও ওই বাংলোয় পা রাখেননি ফড়ণবিস।”
একইসঙ্গে রাউত বলেন, “আমি কুসংস্কার মানি না কিন্তু ওই বাংলোর কর্মচারীরা মনে করেন ওই সিংয়ে কিছু তন্ত্রমন্ত্র করা হয়েছে। শোনা যায় কেউ যাতে দীর্ঘ সময় মুখ্যমন্ত্রী পদে বসতে না পারেন সেই উদ্দেশেই এই কাণ্ড।” সাংসদের যদি, “এটা যদি মিথ্যে হয়ে থাকে, তাহলে কেন ওই বাংলোয় যাচ্ছেন না মুখ্যমন্ত্রী?” যদিও সঞ্জয় রাউতের এহেন দাবি পুরোপুরি খারিজ করেছেন ফড়ণবিস। তিনি বলেন, “এইসব ভিত্তিহীন মন্তব্যের কোনও জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি না। একনাথ শিন্ডে বাংলো খালি করলেই ওখানে যাব আমি। বর্তমানে ওই বাড়িতে কিছু সংস্কারের কাজ চলছে। আমার ছেলে দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা শেষ হওয়ার পর ওই বাড়িতে যাওয়ার ইচ্ছা রয়েছে।
উল্লেখ্য, মহারাষ্ট্রের নির্বাচন পরবর্তী সময়ে কুর্সি সংঘাত চরম আকার নিয়েছিল। একদিকে বিজেপির দেবেন্দ্র ফড়ণবিস ও শিবসেনার একনাথ শিন্ডের মধ্যে দড়ি টানাটানি চরম আকার নেয়। মুখে কেউ কিছু না বললেও লড়াই জারি ছিল দীর্ঘদিন। অসুস্থতার কারণে শিন্ডের তরফে বৈঠক এড়ানোর পাশাপাশি তাঁর দলের নেতারা জোর প্রচার চালান বিহারের অনুকরণে মহারাষ্ট্রে সরকার গড়তে। তবে আসন সংখ্যার বলে শেষ পর্যন্ত শেষ হাসি হাসেন ফড়ণবিস। উপমুখ্যমন্ত্রী পদ দেওয়া হয় একনাথ শিন্ডেকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.