Advertisement
Advertisement
SBI

ইতিহাস গড়ল SBI, দেশের প্রথম ব্যাঙ্ক হিসেবে যুক্ত হল আন্তর্জাতিক বুলিয়ন বাজারে

সোনা ও রুপোর ট্রেডিংয়ের আন্তর্জাতিক বাজারে এবার ভারতীয় ব্যাঙ্কের অন্তর্ভুক্তি।

SBI makes history first bank to join India international bullion exchange

ফাইল চিত্র।

Published by: Amit Kumar Das
  • Posted:May 13, 2024 9:12 pm
  • Updated:May 13, 2024 9:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনা ও রুপোর ট্রেডিংয়ের আন্তর্জাতিক বাজারে এবার ভারতের অন্তর্ভুক্তি। আন্তর্জাতিক বাজারে ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বুলিয়ন এক্সচেঞ্জ’-এর(IIBX) ‘ট্রেডিং’ তথা ‘ক্লিয়ারিং’ সদস্য হিসেবে যুক্ত হল ভারতের স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। আন্তর্জাতিক ট্রেডিংয়ের বাজারে ভারতের এই অন্তর্ভুক্তিকে বড় সাফল্য হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা।

বছর দুয়েক আগে গুজরাটে প্রথম আন্তর্জাতিক স্টক এক্সচেঞ্জের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাট ইন্টারন্যাশনাল ফিনান্স টেক-সিটি (GIFT City)-তে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বুলিয়ন এক্সচেঞ্জ (IIBX) চালু হয় প্রধানমন্ত্রীর হাত ধরে। গিফট সিটি হল ভারতের প্রথম আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্র (IFSC)। ২০২০ সালের কেন্দ্রীয় বাজেটে IIBX-এর ঘোষণাও করেছিল সরকার। এবার সেই আন্তর্জাতিক বাজারে নিজেদের অন্তর্ভুক্তি যে স্টেট ব্যাঙ্কের কাছে বড় সাফল্য তা বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে স্টেট ব্যাঙ্কের এই অন্তর্ভুক্তির ছাড়পত্র দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

Advertisement

[আরও পড়ুন: এবার মিশন মহারাষ্ট্র, পুলিশি অভিযানে খতম দুই মহিলা-সহ ৩ মাওবাদী]

উল্লেখ্য, বুলিয়ন বলতে উচ্চ বিশুদ্ধতার সোনা এবং রূপো বোঝায়। সাধারণত এগুলি বার রূপে থাকে। কখনও কয়েনের আকারেও রাখা হয়। এগুলি এক একটি আইনি দরপত্র হিসাবে বিবেচনা করা যেতে পারে। প্রায়শই কেন্দ্রীয় ব্যাঙ্ক বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা রিজার্ভ হিসাবে ধার্য করে। বিশ্বজুড়ে বেশ কয়েকটি বুলিয়ন বাজার রয়েছে। লন্ডন বুলিয়ন মার্কেটে দিনে ২৪ ঘণ্টা লেনদেন হয়। এর ফলে ফিউচার এবং অপশন ট্রেডিং সহজতর হয়। এবার সেই তালিকায় যুক্ত হল স্টেট ব্যাঙ্ক।

[আরও পড়ুন: ‘এবার বিয়েটা করতেই হবে’, ভোট প্রচারে প্রশ্নের মুখে পড়ে সহাস্য উত্তর রাহুলের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement