Advertisement
Advertisement

Breaking News

আগামী সপ্তাহের মধ্যেই পঞ্চায়েত মামলার রায় ঘোষণা সুপ্রিম কোর্টে

আগামী সোমবারের মধ্যেই চূড়ান্ত হতে পারে ১৬ হাজার প্রার্থীর ভাগ্য৷

SC to announce WB Panchayat poll verdict next week
Published by: Kumaresh Halder
  • Posted:August 20, 2018 4:11 pm
  • Updated:August 21, 2018 12:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ সওয়াল-জবাবের পর্ব মিটিয়ে সোমবার সুপ্রিম কোর্টে শেষ হল পঞ্চায়েত মামলার শুনানি৷ আগামী সপ্তাহের মধ্যেই রায় ঘোষণা করতে পারে দেশের শীর্ষ আদালত৷ তবে, শুনানি শেষ হলেও নির্বাচন না হওয়া পঞ্চায়েতগুলির বোর্ড গঠনের উপর স্থগিতাদেশ বহাল রেখেছে প্রধান বিচারপতির বেঞ্চ৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবারের মধ্যেই চূড়ান্ত হতে পারে ১৬ হাজার ৮১৪ জন প্রার্থীর ভাগ্য৷

[কেরলের বন্যা পরিস্থিতি নিয়ে ভুয়ো ভিডিও, সতর্কবার্তা ভারতীয় সেনার]

এদিন দুই দফায় চলতে থাকে সওয়াল-জবাব৷ রাজ্যের আইনজীবীর তরফে বারংবার বোর্ড গঠনের উপর  স্থগিতাদেশের প্রত্যাহারের আরজি জানানো হয়৷ আদালতে রাজ্যের আইনজীবীর আরজির বিপক্ষে পালটা সওয়াল শুরু করেন বিজেপির আইনজীবী৷ এদিন রাজ্যের তরফে আদালতে জানানো হয়, বোর্ড গঠন না হওয়ায় গ্রামবাংলায় উন্নয়নের কাজ থমকে যাচ্ছে৷ ব্যাহত হচ্ছে পঞ্চায়েত পরিষেবা৷ তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৬,৮১৪টি আসনে জয়ের প্রসঙ্গ উল্লেখ করেও উষ্মা প্রকাশ করে শীর্ষ আদালত৷ পালটা মামলাকারীদের তরফে ভিনরাজ্যের ভোটের উদাহরণ তুলে ধরা হয়৷ কোথাও এই মাত্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের নজির নেই বলেও উল্লেখ করা হয়৷ উভয় পক্ষের সওয়াল-জবাবের পর শুনানি শেষের ঘোষণা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এএম খানউইলকর এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে৷ আগামী এক সপ্তাহের মধ্যে মামলায় রায় ঘোষণা করা হবে জানিয়ে দেশে শীর্ষ আদালত৷

Advertisement

[বন্যায় ভেসেছে ঘরবাড়ি, মন্দিরেই বিয়ে সারলেন কেরলের যুগল]

গত ১৪ আগস্ট থেকে রাজ্যের সমস্ত পঞ্চায়েতের মেয়াদ শেষ হতে শুরু করেছে৷ পঞ্চায়েতগুলির প্রশাসনিক কাজ চালু রাখতে ইতিমধ্যেই বিডিও, এসডিও ও জেলাশাসকদের দায়িত্ব দেওয়া হয়েছে৷ পঞ্চায়েতে প্রশাসক নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করেছে নবান্ন৷ পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর, গ্রাম পঞ্চায়েতে বিডিও, পঞ্চায়েত সমিতিতে এসডিও ও জেলা পরিষদে জেলাশাসকদের প্রশাসক হিসেবে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ যে পঞ্চায়েতগুলি সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, সেগুলিতে বোর্ড গঠনের কাজও শুরু হবে বলে জানা গিয়েছে৷ পঞ্চায়েত আইন অনুযায়ী, বোর্ড গঠনের প্রথম মিটিংয়ের পাঁচ বছর পূরণ হতেই ওই বোর্ডের মেয়াদ শেষ হয়ে যায়৷ ফলে, পুরনো বোর্ডগুলির মেয়াদ শেষ হতেই শুরু হয়েছে বোর্ড গঠনের প্রক্রিয়া৷

Advertisement

[আরও শক্তিশালী ভারতীয় সেনা, ‘হ্যালিনা’র ছোবলে কুপোকাত হবে ‘ড্রাগন’ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ