Advertisement
Advertisement

Breaking News

নির্ভয়া কাণ্ডে চার দোষীর ফাঁসির সাজা বহাল সুপ্রিম কোর্টের

'এই জয় আমার পুরো পরিবারের৷ সিদ্ধান্ত নিয়ে খুশি আমরা৷' জানালেন নির্ভয়ার বাবা৷

SC upholds death sentence to Niybhaya gangrape convicts
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 5, 2017 8:56 am
  • Updated:May 5, 2017 9:29 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্ভয়া কাণ্ডে চার অভিযুক্তের ফাঁসির সাজা বহাল রাখল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া।  ফাঁসির সাজা বহাল রইলো অক্ষয় ঠাকুর, পবন গুপ্তা, বিনয় শর্মা ও মুকেশ সিংয়ের বিরুদ্ধে। শুক্রবার এই কথা জানিয়ে দেয় সর্বোচ্চ আদালতের তিন সদস্যের ডিভিশন বেঞ্চ।

২০১২ সালের ডিসেম্বর মাসে এক বন্ধুর সঙ্গে বাসে করে বাড়ি ফিরছিলেন দিল্লির ২৩ বছরের তরুণ ফিজিওথেরাপিস্ট৷ মর্মান্তিকভাবে তাঁকে ধর্ষণ করে এবং তাঁর বন্ধুকে মারধর করে রাস্তায় ফেলে দেওয়া হয়৷ ঘটনার ১৩ দিনের মাথায় মৃত্যু হয় তরুণীর৷ প্রতিবাদে সরব হয় গোটা দেশ৷ দিল্লি হাই কোর্টে ছয় জন দোষী সাব্যস্ত হয়েছিল নির্ভয়ার ধর্ষণ কাণ্ডে৷ তাঁর চার জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়৷ তবে ২০১৩ সালের মার্চ মাসে তিহার জেলেই আত্মহত্যা করেছে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত কয়েদি রাম সিং৷ সাজাপ্রাপ্ত আরও এক নাবালক তিন বছর জুভেনাইল হোমে কাটিয়ে গত বছরই মুক্তি পেয়ে গিয়েছে৷ কিন্তু মৃত্যুদণ্ডের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল অক্ষয়, পবন, বিনয় ও মুকেশরা৷ যদিও এদিন সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ডের সাজাই বহাল রাখল৷

Advertisement

[মোদির থেকে বিদেশ সফর বেশি করেছেন মনমোহনই!]

Advertisement

এদিন রায় দেওয়ার সময় সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চ জানায়, নির্ভয়া কাণ্ড একটি নৃশংস ঘটনা৷ যেভাবে অপরাধটি ঘটানো হয়েছে তা বিরলতম৷ সেই কারণেই অপরাধীদের ফাঁসির সাজা বহাল রাখা হল৷ ‘এই জয় আমার পুরো পরিবারের৷ সিদ্ধান্ত নিয়ে খুশি আমরা৷’ এমনটাই জানিয়েছেন নির্ভয়ার বাবা৷ রায়কে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধীও৷ তবে এটি আরও আগে হওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি৷


18339095_1459716050770018_575389252_o

তবে মানবাধিকারের প্রশ্ন তুলে এই রায়ের বিরোধিতা করেছেন বিপক্ষের আইনজীবি এ পি সিং৷ তাঁর দাবি, সমাজকে বার্তা দেওয়ার জন্য কাউকে ফাঁসিতে ঝোলানো যায় না৷ তবে শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে দিল্লির মহিলা কমিশন৷

[আদালতে আত্মসমর্পণ বিক্রমের, ১,০০০ টাকার বন্ডে আগাম জামিন অভিনেতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ