Advertisement
Advertisement
CM Siddaramaiah

মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার উপর হামলার ছক! দর্শক আসন থেকে হঠাৎ মঞ্চে লাফ যুবকের

অভিযুক্তকে যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Security Breach At Karnataka CM Siddaramaiah's Event
Published by: Amit Kumar Das
  • Posted:September 15, 2024 1:11 pm
  • Updated:September 15, 2024 1:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশ্নের মুখে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নিরাপত্তা। বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে দর্শক আসন থেকে লাফ দিয়ে মুখ্যমন্ত্রীর একেবারে সামনে চলে এলেন এক যুবক। আকস্মিক এই ঘটনায় হক চকিয়ে খোদ মুখ্যমন্ত্রী। যদিও সিদ্দারামাইয়ার উপর কোনও রকম আক্রমণের আগেই তাঁকে আটক করল নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়ায়।

জানা গিয়েছে, রবিবার বেঙ্গালুরুতে ‘লোকতন্ত্র দিবস’ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সরকারি এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য মন্ত্রীদের পাশাপাশি ভিভিআইপি অতিথিরা। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পর দেখা যায় এক যুবক সামনের দর্শক আসন থেকে উঠে আসছেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ লাফ দিয়ে একেবারে মঞ্চে উঠে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠেন নিরাপত্তারক্ষীরা। মুখ্যমন্ত্রীর থেকে মাত্র কয়েক ইঞ্চি দুরত্বে ওই যুবককে আটকে দেন নিরাপত্তারক্ষীরা। এর পর আটক করে নিয়ে যাওয়া হয় তাঁকে।

Advertisement

এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা। গোটা ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে স্পষ্ট ওই যুবকের টার্গেট ছিলেন খোদ মুখ্যমন্ত্রী। তবে নিছক সিদ্দারামাইয়ার অনুরাগী নাকি হামলার উদ্দেশে তিনি মঞ্চে উঠেছিলেন তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

এদিকে দুর্নীতির অভিযোগে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না সিদ্দারামাইয়ার। খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে উত্তাল কর্নাটক রাজনীতি। মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে তদন্তের অনুমতি দিয়েছেন রাজ্যপাল। অভিযোগ, সিদ্দারামাইয়া নথিপত্র বদলে তাঁর স্ত্রী পার্বতীকে এমইউডিএ বা মহীশূর নগরোন্নয়ন কর্তৃপক্ষের আবাসন প্রকল্পে মহার্ঘ প্লট সস্তায় পাইয়ে দিয়েছেন। এরফলে তিনি প্রায় তিন হাজার কোটি টাকার সুবিধা পেয়েছেন। এহেন পরিস্থিতিতে সূত্রের খবর, ভাবমূর্তি থেকে কালির দাগ মুছতে বড় পদক্ষেপ নিতে চলেছে শাসকদল কংগ্রেস। জানা যাচ্ছে, হাই কমান্ডের নির্দেশে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হতে পারে সিদ্দারামাইয়াকে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement