Advertisement
Advertisement
Sensex

সপ্তাহের শুরুতেই শেয়ার বাজারে ধস, ২০০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স

সপ্তাহের শুরুতেই বড়সড় ধাক্কা শেয়ার বাজারে। সোমবার সকালে বাজার খোলার পরেই ১৪০০ পয়েন্টেরও বেশি পড়ে যায় সেনসেক্সের সূচক। খানিকটা বেলা গড়াতে আরও বাড়তে থাকে সূচকের পতন। বেহাল দশা নিফটিরও। ২৪ হাজারের ঘরে নেমে যায় নিফটির সূচক।

Sensex plunges over 1400 points on Monday
Published by: Anwesha Adhikary
  • Posted:August 5, 2024 10:56 am
  • Updated:August 5, 2024 12:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের শুরুতেই বড়সড় ধাক্কা শেয়ার বাজারে। সোমবার সকালে বাজার খোলার পরেই ২০০০ পয়েন্টেরও বেশি পড়ে যায় সেনসেক্সের সূচক। খানিকটা বেলা গড়াতে আরও বাড়তে থাকে সূচকের পতন। বেহাল দশা নিফটিরও। ২৪ হাজারের ঘরে নেমে যায় নিফটির সূচক। ব্যাপক লোকসানের মুখে পড়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের একাধিক সংস্থা। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের চাপেই এমন বিপর্যয় ভারতের শেয়ারে। 

[আরও পড়ুন: গাড়ি ছুঁল ওভারহেডের তার, বিহারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত ৯ কানোয়ার যাত্রী

শুক্রবারই ধস নামার ইঙ্গিত মিলেছিল শেয়ার বাজারে। সারাদিন পরে কোনওমতে ৮০ হাজারের উপরে সেনসেক্সের সূচক নিয়ে বাজার বন্ধ হয়। কিন্তু সোমবার সকালে বড়সড় বিপর্যয় শেয়ার বাজারে। সকালে বাজার খোলার পর থেকে লাগাতার ধস নামে সেনসেক্স-নিফটির সূচকে। বেলা এগারোটার খবর অনুযায়ী, ২০০০ পয়েন্টেরও বেশি পড়ে গিয়েছে সেনসেক্সের সূচক। ৭৮ হাজারের ঘরে নেমেছে সেনসেক্স। আপাতত ৭৭,৭২৭.৯১ পয়েন্টে রয়েছে সেনসেক্স। বেলা গড়ালে ধস আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে অনুমান বিশেষজ্ঞদের।

Advertisement

বেহাল দশা নিফটিরও। গত বৃহস্পতিবারই সর্বকালের নজির গড়েছিল নিফটির সূচক। তবে ২৫ হাজার থেকে সোমবার সেই সূচক নেমে এসেছে ২৪ হাজার ৩০০তে। ব্যাপক বিপর্যয়ের মুখে পড়ে লোকসান হয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের প্রচুর সংস্থার। রিলায়্যান্স, ইনফোসিস, এইচডিএফসি ব্যাঙ্ক, টাটা মোটরস- মুখ থুবড়ে পড়েছে এই সংস্থাগুলোর শেয়ার। তবে এই ঝড়ের মধ্যেও লাভের অঙ্ক ঘরে তুলেছে এশিয়ান পেন্টস, সান ফার্মা, নেসলে, হিন্দুস্তান ফার্মাসিউটিক্যাল।  

Advertisement

কেন আচমকা ধস নামল শেয়ার বাজারে? বিশ্লেষকদের মতে, এর জন্য দায়ী আন্তর্জাতিক পরিস্থিতি। একদিকে মার্কিন বাজারে ধস নেমেছে, অন্যদিকে অশান্ত হয়ে উঠছে মধ্য প্রাচ্য। ইরানের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ বাঁধার আশঙ্কা দেখা দিয়েছে। তার জেরে গোটা বিশ্বের শেয়ার বাজারেই টানাপোড়েন শুরু হয়েছে। তার প্রভাব পড়েছে ভারতের বাজারেও। 

[আরও পড়ুন: জয়নগরে মর্মান্তিক দুর্ঘটনা, মাটির দেওয়াল চাপা পড়ে মৃত ১, আহত শিশু-সহ ৪]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ