সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদে বিধ্বংসী আগুনে পুড়ে মৃত কমপক্ষে ৬ ব্যক্তি। বুধবার ভোর বেলায় হায়দরাবাদের আত্তাপুরে এক কুলার তৈরির গুদামে ভয়াবহ আগুন লাগে। আর তার ফলেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
(৫ লক্ষ টাকা অ্যাকাউন্টে জমা হলেই হিসেব নেবে আয়কর দপ্তর)
এদিন সকালে অ্যাভন কুলার তৈরির গুদামে আগুন লাগলে কিছুক্ষণের মধ্যেই তা ভয়াবহ আকার ধারণ করে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের চারটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু করার পাশাপাশি গুদামের ভিতরে আটকে থাকা মানুষদের উদ্ধারের কাজও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
(নয়া মার্কিন ভিসা নীতি নিয়ে প্রথমবার মুখ খুললেন মোদি)
যদিও ঘটনায় ইতিমধ্যেই ছয় ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কীভাবে এই আগুন লেগেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। রাজেন্দ্রনগর থানার অ্যাসিস্ট্যান্ট কমিশনার জানিয়েছেন, ঘটনাটির তদন্তের জন্য একটি মামলা রুজু করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
Hyderabad: Fire broke out in a cooler godown; was later controlled by 4 fire tenders. 6 bodies recovered from the spot.
— ANI (@ANI_news) February 22, 2017