BREAKING NEWS

১০ চৈত্র  ১৪২৯  শনিবার ২৫ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

রাজস্থানে কেল্লায় জমকালো বিয়ে স্মৃতি ইরানির মেয়ের, পাত্রটি কে?

Published by: Anwesha Adhikary |    Posted: February 8, 2023 8:55 pm|    Updated: February 8, 2023 8:55 pm

Smriti Irani's daughter set to get married in Rajasthan with NRI Arjun Bhalla | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে করতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির (Smriti Irani) কন্যা শ্যানেল। জানা গিয়েছে, ৯ ফেব্রুয়ারি রাজস্থানে মন্ত্রী কন্যার বিয়ের আসর বসতে চলেছে। পাত্রের নাম অর্জুন ভাল্লা। পেশায় আইনজীবী অর্জুন পাকাপাকিভাবে কানাডার বাসিন্দা। ২০২১ সালে শ্যানেলের সঙ্গে বাগদান সারেন অর্জুন। অবশেষে তাঁদের চার হাত এক হবে। তবে এই অনুষ্ঠানে শুধুমাত্র দুই পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠরাই উপস্থিত থাকবেন। সব মিলিয়ে মোট ৫০ জনকে বিয়ের (Smriti Irani Daughter Wedding) অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

স্মৃতি ইরানির স্বামী জুবিনের প্রথম বিয়ের সন্তান শ্যানেল। তবে শ্যানেলকে বরাবর নিজের সন্তান বলেই মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী। তাই মেয়ের বিয়ের যাবতীয় আয়োজন নিজেই করেছেন তিনি। ৭ ফেব্রুয়ারি থেকেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। তবে ব্যস্ততার কারণে একদিন পরে বিয়েতে যোগ দিয়েছেন স্মৃতি। সড়কপথেই রাজস্থান পৌঁছেছেন তিনি। ৫০০ বছর পুরনো খিমসার ফোর্টে বিয়ের আসর বসেছে।

[আরও পড়ুন: ৭৫ মিনিটের ভাষণে আদানি নিয়ে টুঁ শব্দ করলেন না মোদি, ‘বন্ধুকে আড়াল করছেন’, কটাক্ষ রাহুলের]

তবে এই কেল্লাকে এখন হোটেলে পরিবর্তন করা হয়েছে। বিজেপি নেতা গজেন্দ্র সিং এই হোটেলের মালিক। সেখানেই ৯ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধবেন কেন্দ্রীয় মন্ত্রীর কন্যা শ্যানেল। ২০২১ সালের ডিসেম্বর মাসে তাঁদের বাগদান হয়। নিজের ইনস্টাগ্রামে মেয়ের বাগদানের কথা ঘোষণা করেছিলেন স্মৃতি। তবে বিয়ে সম্পর্কে সেভাবে কিছু জানাননি কেন্দ্রীয় মন্ত্রী।

প্রসঙ্গত, মুম্বইয়ের ল কলেজ থেকে আইন নিয়ে পড়াশোনা করেছেন শ্যানেল। তারপরে ওয়াশিংটনের জর্জটাউন ল কলেজ থেকে এলএলএম ডিগ্রি লাভ করেন। মায়ের পদাঙ্ক অনুসরণ করে কিছুদিন অভিনয় করেছেন শ্যানেল। পরে অবশ্য রাজনীতিতেই মন দেন। অন্যদিকে কানাডাবাসী অর্জুন অ্যাপলের মতো সংস্থায় কাজ করেছেন।

[আরও পড়ুন: হাঁটলেন দেড় হাজার কিমি, শিশু নিগ্রহ ও বাল্য বিবাহ রোধে দিল্লি পাড়ি খানাকুলের ‘গোলাপসু্ন্দরী’র]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে