ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক সীমান্তে রুটিন টহলদারি চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা। ল্যান্ডমাইন বিস্ফোরণে শহিদ হলেন ভারতীয় সেনার এক জওয়ান। সোমবার সন্ধ্যেয় এই দুর্ঘটনা ঘটেছে কাশ্মীরের পুঞ্চ জেলার সাবজিয়ান সেক্টরে। জানা গিয়েছে, মৃত ওই জওয়ানের নাম সুব্বাইয়া বারিকুন্টা। তিনি চেন্নাইয়ের বাসিন্দা ও ভারতীয় সেনার ২৫ আরআর ব্রিগেডের হাবিলদার ছিলেন।
সেনা সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই রুটিন টহলদারি চলছিল নিয়ন্ত্রণ রেখায়। সেই সময় মাটিতে পুঁতে রাখা ল্যান্ডমাইনে পা পড়ে যায় ওই জওয়ানের। প্রচণ্ড বিস্ফোরণের জেরে গুরুতর আহত হন তিনি। ওই অবস্থায় তাঁর প্রাথমিক চিকিৎসা করা হলেও হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় ওই জওয়ানের। এই দুর্ঘটনায় শহিদ জওয়ানের উদ্দেশে শোক প্রকাশ করেছে সেনা। জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) অফ হোয়াইট নাইট কর্পস-এর তরফে শহিদ জওয়ানের উদ্দেশে শ্রদ্ধা জানানো হয়েছে।
সেনা বাহিনীর এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘দেশের সেবার সর্বোচ্চ বলিদান দিয়েছেন হাবিলদার সুব্বাইয়া বারিকুন্টা। জিওসি হোয়াইট নাইট কর্পসের তরফে ২৫ আরআর ব্রিগেডের এই বীর যোদ্ধাকে আমরা শ্রদ্ধা জানাই। তাঁর শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা। এই দুঃখজনক ঘটনায় আমরা তাঁর পরিবারের পাশে রয়েছি।’
উল্লেখ্য, দিন তিনেক আগে শ্রীনগরে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন এক জওয়ান। এই অভিযানে লস্কর জঙ্গি জুনেইদ আহমেদ ভাটকে খতম করেছিল সেনা। এর পর তল্লাশি অভিযান চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। শহিদ জওয়ান যশবিন্দর সিংয়ের উদ্দেশে সোশাল মিডিয়ায় শোক প্রকাশ করে ভারতীয় সেনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.