Advertisement
Advertisement
Jammu and Kashmir

কাশ্মীরে নিজের রাইফেলের গুলিতেই মৃত্যু জওয়ানের, আত্মহত্যা নাকি অসাবধানতা? তদন্তে পুলিশ

দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

Soldier Dies Of Bullet Injury From His Own Rifle In Jammu and Kashmir's Rajouri
Published by: Subhodeep Mullick
  • Posted:July 6, 2025 3:01 pm
  • Updated:July 6, 2025 3:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক জওয়ানের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে। জানা গিয়েছে, নিজের সার্ভিস রাইফেল থেকে চলা গুলিতেই প্রাণ গিয়েছে তাঁর। তবে গুলিটি ভুলবশত চলে গিয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

৫৪ রাষ্ট্রীয় রাইফেলসের অন্তর্গত ওই জওয়ান রাজৌরি থেকে ৪০ কিলোমিটার দূরে সোলকি গ্রামে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। জানা গিয়েছে, শনিবার তাঁর ক্যাম্পের ভিতর থেকেই হঠাৎ গুলির চলার শব্দ শোনা যায়। আওয়াজ শুনে তড়িঘড়ি সেখানে উপস্থিত হন অন্যান্য জওয়ানরা। তাঁরা দেখেন, রক্তাক্ত অবস্থায় ক্যাম্পের মধ্যে পড়ে আছেন ওই জওয়ান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কিন্তু গুলিটি ভুলবশত চলে গিয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন, তা এখনও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে মৃতের পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশের এক আধিকারিক বলেন, “নিজের রাইফেলের গুলিতেই মৃত্যু হয়েছে জওয়ানের। আমরা ইতিমধ্য়েই এই ঘটনার তদন্ত শুরু করেছি। ঘটনার সময় তাঁর ক্যাম্পে আর কোউ ছিলেন কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement