হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পত্তি নিয়ে পারিবারিক অশান্তি। যার জেরে বৃদ্ধ মা, বাবাকে হাতুড়ি দিয়ে মেরে নৃশংসভাবে খুন করল পুত্রের। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের মোহনলালগঞ্জ থানা এলাকায়। ঘটনার পর ফেরার মৃত দম্পতির বড় ছেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রতিবেশীদের তরফে জানা যাচ্ছে, মৃত ওই দম্পতির নাম জগদীশ বিশ্বশর্মা (৭০) ও শিবপ্যারী (৬৮)। জগদীশের ছিল লোহার কারবার। তাঁদের দুই সন্তান বৃষ্কিত ওরফে লালা ও দেবদত্ত। সূত্রের খবর, সম্পত্তি নিয়ে প্রায় প্রতিদিন বাবা ও মায়ের সঙ্গে ঝগড়া হত বড় ছেলে লালার। গত শনিবার রাতেও তার ব্যতিক্রম হয়নি। এই ঝগড়া চলাকালীন হঠাৎ হাতুড়ি নিয়ে মা, বাবার উপর চড়াও হন লালা। ভারী হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি মারতে থাকেন দুজনকে। এই হামলায় জেরে চিৎকার করতে থাকেন বৃদ্ধ দম্পতি। তাঁদের আর্তচিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তখন থামেনি নৃশংস মার।
গ্রামবাসীদের দাবি, তাঁরা ওই বাড়িতে এলে দেখতে পান রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন ওই দম্পতি। গ্রামবাসীরা ভিড় জমাতেই এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত লালা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তড়িঘড়ি ওই দম্পতীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসা চলাকালীন সেখানেই মৃত্যু হয় তাঁদের। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে পুলিশ। মোহনলালগঞ্জের পুলিশসুপার রজনীশ বর্মা বলেন, “অভিযুক্তের খোঁজে ইতিমধ্যেই দল গঠন করে খোঁজ শুরু হয়েছে। শীঘ্রই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। এই হত্যাকাণ্ডের ঘটনায় অপরাধী যাতে কড়া শাস্তি পান তা নিশ্চিত করব আমরা।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.