Advertisement
Advertisement
Sonia Gandhi

৫ দিনের মধ্যে দ্বিতীয়বার, ফের হাসপাতালে ভর্তি সোনিয়া, কেমন আছেন কংগ্রেস নেত্রী?

গত ৭ জুন শিমলা বেড়াতে গিয়েও সোনিয়াকে হাসপাতালে ভর্তি করতে হয়।

Sonia Gandhi admitted to hospital again within 5 days

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:June 16, 2025 9:29 am
  • Updated:June 16, 2025 9:31 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে মাত্র ৫ দিন। তারপরেই আবার হাসপাতালে ভর্তি করতে হল সোনিয়া গান্ধীকে। জানা গিয়েছে, রবিবার গভীর রাতে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে কংগ্রেস সাংসদকে ভর্তি করা হয়। ঠিক কী হয়েছে সোনিয়ার, সেই নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। উল্লেখ্য, গত ৭ জুন শিমলা বেড়াতে গিয়েও অসুস্থ হয়ে পড়েছিলেন সোনিয়া। তখনও তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।

Advertisement

রবিবার রাতে দিল্লির হাসপাতালে সোনিয়াকে ভর্তি করা হয়। তবে তাঁর ঠিক কী সমস্যা হয়েছে সেই নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে হাসপাতাল সূত্রে খবর, পেটের সমস্যায় ভুগছেন বর্ষীয়ান কংগ্রেস সাংসদ। আপাতত তাঁকে গ্যাস্ট্রোলজি বিভাগে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে সোনিয়াকে। তবে তাঁকে নিয়ে উদ্বেগের কারণ নেই বলেই খবর হাসপাতাল সূত্রে। আপাতত সোনিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ৭৮ বছরের সোনিয়া। বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা করাচ্ছেন তিনি। দুবার কোভিডেও আক্রান্ত হয়েছেন। কোভিড থেকে সেরে উঠলেও নানা শারীরিক জটিলতায় ভুগতে হচ্ছে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে। দিনকয়েক আগেই শিমলায় বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। তাঁকে তড়িঘড়ি শিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিমলায় মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর বাগানবাড়িতে ছুটি কাটানোর পরিকল্পনা ছিল তাঁর। কয়েকটি মন্দিরেও যাওয়ার পরিকল্পনা ছিল কংগ্রেসের সংসদীয় দলনেত্রীর। কিন্তু আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ৭৮ বছরে পা দিয়েছেন সোনিয়া। ওই সময়ও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আসলে গত বছর তিনেক ধরে মাঝেমধ্যেই সোনিয়ার অসুস্থতার খবর মিলেছে। বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা করাচ্ছেন তিনি। যদিও অসুস্থতার মধ্যেই পরিষদীয় রাজনীতিতে সক্রিয় থাকতে দেখা গিয়েছে তাঁকে। তবে দলের সংগঠনের বিষয়ে আর সেভাবে মাথা ঘামান না তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement