BREAKING NEWS

১৫ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

‘ভুল বলছে বিজেপি, দেশের অপমান করেননি রাহুল’, মুখ খুললেন তৃণমূলের সৌগত

Published by: Subhajit Mandal |    Posted: March 14, 2023 2:54 pm|    Updated: March 14, 2023 3:16 pm

Sougata Ray Supports Rahul Gandhi on UK speech | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে বসে ভারতের গণতন্ত্রকে অপমান করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এই অভিযোগে সংসদ উত্তাল। বিজেপি যেমন লাগাতার রাহুলকে লাগাতার আক্রমণ করে যাচ্ছে, তেমনি পালটা আসছে কংগ্রেসের তরফেও। এই ইস্যুতে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে অধিকাংশ বিরোধী দলও। এবার খানিকটা অপ্রত্যাশিতভাবে রাহুলের পাশে দাঁড়ালেন বর্ষীয়ান তৃণমূল নেতা সৌগত রায়। তাঁর বক্তব্য, রাহুল ভুল কিছু বলেননি।

আসলে দিনকয়েক রাহুল ব্রিটিশ পার্লামেন্টে বলেছিলেন, বিজেপি-আরএসএস (BJP-RSS) ভারতের গণতন্ত্রের উপর বর্বর হামলা চালাচ্ছে। গত ৭০ বছরের গণতান্ত্রিক কাঠামো ভেঙে পড়ছে। বিজেপির দাবি, ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে রাহুল গান্ধী যা বলেছেন, সেটা ভারতের অপমান। একজন সংসদ সদস্য বিদেশে গিয়ে ভারতের অপমান করবেন আর আমরা সব মুখ বুজে সহ্য করব, সেটা হতে পারে না। রাহুলকে ক্ষমা চাইতে হবে। সৌগত বলছেন,”রাহুলের ক্ষমা চাওয়ার কোনও কারণ নেই। তিনি ভুল কিছু বলেননি। আমার মনে হয় না তিনি দেশকে অপমান করেছেন। বিজেপি ভুল বলছে।”

[আরও পড়ুন: ‘যোগী আসলে কৃষ্ণ’, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে দরাজ সার্টিফিকেট গড়কড়ির]

রাহুলের মন্তব্য নিয়ে মঙ্গলবারও সংসদে রীতিমতো আক্রমণাত্মক বিজেপি (BJP)। তাদের সাফ দাবি, রাহুলকে সাংসদকে ক্ষমা চাইতেই হবে। এ নিয়ে রাহুলের পক্ষে একাধিক বিরোধী দল একজোট। সোমবার যৌথ সাংবাদিক বৈঠক করে তাঁরা রাহুল তথা কংগ্রেসের (Congress) পাশে থাকার বার্তাও দিয়েছে। যদিও সেই তালিকায় তৃণমূলের (TMC) নাম ছিল না। বস্তুত সাম্প্রতিক অতীতে একাধিক ইস্যুতে রাহুলের সমালোচনা করেছে তৃণমূল। তবে মঙ্গলবার খানিকটা অপ্রত্যাশিতভাবে দলের অবস্থানের উলটো দিকে গিয়ে রাহুলের পাশে দাঁড়িয়ে গেলেন বর্ষীয়ান তৃণমূল নেতা।

[আরও পড়ুন: ভোপাল গ্যাস দুর্ঘটনায় কেন্দ্রের অতিরিক্ত ক্ষতিপূরণের আরজি খারিজ সুপ্রিম কোর্টে]

তবে সৌগতর অবস্থান যে দলের অবস্থান নয়, সেটা তিনি নিজেই স্পষ্ট করে দিয়েছেন। বর্ষীয়ান তৃণমূল সাংসদ বলছেন,”সব দলেরই নিজস্ব কিছু কৌশল আছে। তৃণমূল বিরোধী দল। তবে আমাদের অবস্থান আলাদা। আমরা মানুষের চাহিদামতো পদক্ষেপ করব।” সৌগত মেনে নিয়েছেন যে, কংগ্রেসের তরফে তাঁদের কাছে বিরোধী বৈঠকে যোগ দেওয়ার ডাক এসেছিল । কিন্তু এখন তৃণমূল সংসদে ‘একলা চলা’র নীতি নিয়েছে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে