Advertisement
Advertisement
Vyomika Singh

সোফিয়া কুরেশির পর ব্যোমিকা সিং, এবার অপারেশন সিঁদুরের বীরাঙ্গনাকে নিয়ে বেফাঁস সপা সাংসদ

বিতর্কের মুখে পড়ে সাফাই দিয়েছেন রামগোপাল যাদব।

SP MP made controversial remark over Vyomika Singh
Published by: Anwesha Adhikary
  • Posted:May 16, 2025 1:09 pm
  • Updated:May 16, 2025 1:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নেল সোফিয়া কুরেশির পর উইং কমান্ডার ব্যোমিকা সিং। ফের রাজনৈতিক নেতাদের কুমন্তব্যের শিকার হলেন অপারেশন সিঁদুরের সঙ্গে জড়িতে মহিলা সেনা আধিকারিক। সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদব দাবি করেন, ব্যোমিকার জাতি পরিচয় নিয়ে ভুল ধারণা ছিল না বলেই তাঁকে নিন্দুকদের শিকার হতে হয়নি। তবে বিতর্কের মুখে পড়ে রামগোপালের দাবি, তাঁর মন্তব্য পুরোটা না শুনেই সমালোচনা চলছে।

পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসের আঁতুড়ঘর গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। নির্ভুল ও নিখুঁত সেই হামলার পর সাংবাদিক বৈঠক করে গোটা দেশকে অপারেশন সিঁদুরের বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন কর্নেল সোফিয়া কুরেশি ও বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং। কিন্তু দিনকয়েক আগেই কর্নেল কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ বলে অভিহিত করেছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। তাঁকে তিরস্কার করেছে সুপ্রিম কোর্ট। রক্ষাকবচের আবেদনও খারিজ হয়েছে শীর্ষ আদালতে।

এই প্রসঙ্গেই সপা সাংসদ বলেন, “মুসলিম বলেই কর্নেল কুরেশিকে নিশানা করেছেন বিজেপি মন্ত্রী। কিন্তু ব্যোমিকা সিংয়ের বিরুদ্ধে কেউ কিছু বলেনি কারণ সকলে ভেবেছিল তিনি রাজপুত। এয়ার মার্শাল একে ভারতীর জাতিপরিচয় জানলে ওরা (বিজেপি) তাঁর প্রতিও কুমন্তব্য করত। আসলে তিনজনেই দলিত, অনগ্রসর বা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি। কর্নেল কুরেশি ছাড়া বাকি দু’জনের পরিচয় স্পষ্ট নয় বলেই নিন্দার হাত থেকে রেহাই পেয়েছেন তাঁরা।”

রামগোপালের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তোপ দেগে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ‘সেনাবাহিনীতে জাতিপরিচয় দেখা হয় না। সেখানে একটাই ধর্ম-রাষ্ট্রধর্ম।’ তবে বিতর্কের মুখে পড়ে সাফাই দিয়েছেন রামগোপাল। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, উত্তরপ্রদেশে ধর্ম-জাতি দেখে ভুয়ো মামলা দায়ের হয়, এনকাউন্টার হয়, সম্পত্তি বাজেয়াপ্ত হয়। সেগুলো হয় মুখ্যমন্ত্রীর চোখের সামনেই। তাই তিনি কোনওকিছু পুরোপুরি না শুনেই সমালোচনা শুরু করে দেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement