যন্তরমন্তরের সামনে চলছে ধরনা। নিজস্ব চিত্র।
সোমনাথ রায়, নয়াদিল্লি: কলকাতা থেকে দিল্লির রাজপথে পৌঁছে গিয়েছে চাকরিহারাদের আন্দোলন। বুধবার সকাল থেকে যন্তরমন্তরের সামনে চলছে ধরনা। সেখান থেকেই এবার আমৃত্যু অনশনের হুঁশিয়ারি দিলেন সুপ্রিম নির্দেশে এসএসসির চাকরিচ্যুতদের একাংশ। জানালেন, ১-৭ মে ধর্মতলার ওয়াই চ্যানেলে তাঁদের রিলে অনশন চলবে। তাতেও ‘ইতিবাচক ফল’ না মিললে আমরণ অনশন করবেন সুপ্রিম নির্দেশে এসএসসির চাকরিহারাদের একাংশ।
সোমবার দুপুরেই বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের ৭০ সদস্য দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন। এদিন যন্তরমন্তরের সামনে ধরনায় বসেন। হাতে হিন্দি, ইংরেজি ও বাংলায় লেখা প্ল্যাকার্ড। স্লোগান দিচ্ছেন তাঁরা। ইতিমধ্যে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার সময় চেয়েছেন। রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেছেন। কিন্তু সেখান থেকে এখনও সদার্থক উত্তর মেলেনি। এক মধ্যে নয়া কর্মসূচি ঘোষণা করলেন চাকরিচ্যুতরা।
২১ এপ্রিল নবান্ন অভিযান করবেন বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের প্রতিনিধিরা। তার আগে ১৭ এপ্রিল চাকরিহারাদের একাংশ ওয়াই চ্যানেল থেকে সরকারি কর্মীদের ব্যাজ প্রদান করবেন। সেই ব্যাজ পরে কর্মস্থলে যাওয়ার জন্য অনুরোধও করবেন তাঁরা। নিজেরাও সেটা পরে আন্দোলন করবেন। রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে ২২ এপ্রিল রাজভবন অভিযান করবেন। শিয়ালদহ থেকে দুপুর ১২টা নাগাদ মিছিল হবে। ২৩ এবং ২৮ এপ্রিল হবে পথসভা। এরপর ১ থেকে ৭ মে ওয়াই চ্যানেলে চলবে রিলে অনশন। তাতেও ‘কাজ না হলে’ আমরণ অনশনের ডাক দেবেন চাকরিহারারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.