সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদালত কক্ষে বিচারকদের অভব্য আচরণ নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই। তাঁর মতে, আইনজীবী এবং সরকারি কর্মকর্তাদের প্রতি এই ধরনের আচরণ কোনওভাবে কাম্য নয়। একইসঙ্গে বিচারকদের তাঁর পরামর্শ, “সৌজন্য বজায় রাখুন। আপনাদের রক্তচাপ নিয়ন্ত্রিত থাকবে।”
বম্বে হাই কোর্টের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গাভাই বলেন, “যখন মানুষ বম্বে হাই কোর্টের সুলিখিত রায়ের প্রশংসা করেন, তখন আমি গর্ব বোধ করি। কিন্তু তা সত্ত্বেও আমার সহকর্মীদের কিছু অভব্য আচরণ আমার নজরে এসেছে। এমনকী আমার কাছে অভিযোগও জমা পড়েছে।” তিনি আরও বলেন, “আমি সবসময় বিশ্বাস করি যে বিচারক হিসাবে কাজ করার সুযোগ একটু ভিন্ন। এটি ১০ টা-৫টা কাজের মতো নয়। এটি সমাজ এবং মানুষকে সেবা করার একটি সুযোগ। তাই আইনজীবীদের সঙ্গে অভব্য আচরণ করা অথবা ঘন ঘন কর্মকর্তাদের আদালতে তলব করা একেবারেই কাম্য নয়। আদালত কক্ষের পরিবেশ মনোরম রাখা উচিত। এটি বিচারক, আইনজীবী- সহ সকলের রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রিত রাখতে সাহায্য করে।”
কিছু বিচারককে ‘পার্ট টাইম বিচারক’ বলে উল্লেখ করে প্রধান বিচারপতি উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, “আরও একটি বিরক্তিকর খবর আমার কানে এসেছে। আমি নাম বলতে চাই না। তবে অভব্য আচরণের পাশাপাশি কিছু বিচারক পার্ট টাইম ধাঁচে কাজ করছেন। যদি আপনি এই মহান পদে দায়িত্ব পালনের শপথ নিয়ে থাকেন, তাহলে প্রথমার্ধে এক ঘণ্টা এবং দ্বিতীয়ার্ধে আবার বসে সময় নষ্ট করা সেই শপথকে অবমূল্যায়ন করে।” তাঁর সংযোজন, “দয়া করে এমন কিছু করবেন না যা এই মহান প্রতিষ্ঠানের (বম্বে হাই কোর্ট) মর্যাদাহানি ঘটায়। এই প্রতিষ্ঠানটির খ্যাতি প্রজন্মের পর প্রজন্ম ধরে আইনজীবী এবং বিচারকদের নিষ্ঠার দ্বারা তৈরি হয়েছে। এই কথাটা মাথায় রেখে প্রত্যেককে কাজ করা উচিত।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.