সোমনাথ রায়, নয়াদিল্লি: দরিদ্র জনতাকে শুধুমাত্র বিনামূল্যে রেশন দেওয়ার বদলে কর্মসংস্থানের দিকে নজর দিন। ফুড সিকিউরিটি অ্যাক্ট সংক্রান্ত একটি মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারকে এমনই পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এত বড় স্তরে রেশন সরবরাহ অব্যাহত থাকলে রাজ্য সরকারগুলি জনগণকে সন্তুষ্ট করতে রেশন কার্ড ইস্যু করা চালিয়ে যাবে।
সোমবার সুপ্রিম কোর্টে ছিল ২০১৩ সালের খাদ্য সুরক্ষা আইন মোতাবেক এক স্বতঃপ্রণোদিত মামলার শুনানি। সেখানেই ওঠে বিনামূল্যে রেশন দেওয়া সম্পর্কিত বিষয়টি। আদালতের তরফে আরও বলা হয়, এভাবে দেশজুড়ে বিনামূল্যে রেশন দেওয়ার প্রবণতা বাড়তে থাকলে রাজ্য সরকারগুলি সাধারণ মানুষদের মন জয় করতে বেশি বেশি রেশন কার্ড বিলি করবে। রাজ্যগুলি খুব ভাল করেই জানে, তারা কার্ড দিলেও রেশন দেওয়ার দায়িত্ব কেন্দ্রের। আদালত আরও জানিয়েছে, রাজ্যগুলিকে যদি দায়িত্ব নিয়ে রেশন দিতে বলা হয়, তাহলে অধিকাংশ রাজ্যই টাকার অভাবের কথা উল্লেখ করে রাজি হবে না। এরপরই আদালত বলে, কেন্দ্রের উচিত শুধুমাত্র বিনামূল্যে রেশন না দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা। এর ফলেই সাধারণের ক্রয়ক্ষমতা বাড়বে এবং তাঁরা বিনামূল্যে রেশনের মুখাপেক্ষী হবে না।
কোভিডকালে পরিযায়ী শ্রমিকদের রেশন সংক্রান্ত সমস্যার নানা খবর সামনে আসে। ২০২০ সালে এই বিষয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলা হয়। তারই শুনানি ছিল সোমবার। সেখানে কেন্দ্রের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান, জাতীয় খাদ্য সুরক্ষা আইন ২০১৩ অনুযায়ী দেশজুড়ে ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। যদিও এই দাবির পালটা আইনজীবী প্রশান্ত ভূষণ জানান, ২ থেকে ৩ কোটি মানুষ এখনও এই পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন। তাঁর আরও অভিযোগ, বঞ্চনা নিয়ে কোনও পদক্ষেপ করছে না কেন্দ্র। এই সময় দুই আইনজীবীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। মামলার পরবর্তী শুনানি জানুয়ারি মাসের ৮ তারিখ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.