Advertisement
Advertisement
Ankita Adhikary

নিয়োগই ‘সন্দেহজনক’! TMC বিধায়কের মেয়ে অঙ্কিতার শিক্ষকতার চাকরি ফেরত মামলা খারিজ সুপ্রিম কোর্টে

অঙ্কিতা অধিকারীর নিয়োগ খারিজ করেছিল কলকাতা হাই কোর্ট।

Supreme court rejects Ankita Adhikary's plea for challenging HC verdict in SSC Case
Published by: Paramita Paul
  • Posted:February 12, 2025 3:34 pm
  • Updated:February 12, 2025 3:55 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: প্রাক্তন মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীর নিয়োগ ‘সন্দেহজনক’। মন্তব্য সুপ্রিম কোর্টের। তাঁর নিয়োগ খারিজ করেছিল কলকাতা হাই কোর্ট। আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা। কিন্তু তাঁর মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সঙ্গে বিচারক জানালেন, অঙ্কিতা অধিকারীর নিয়োগ ‘সন্দেহজনক’।

কোচবিহারের ইন্দিরা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের তৎকালীন স্কুলশিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। তিনি ৪৩ মাস চাকরি করেছেন। এসএসসি নিয়োগ নিয়ে দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত শুরু হওয়ার পর তাঁর নিয়োগ বেআইনি বলে অভিযোগ ওঠে। বাবার সুপারিশেই অঙ্কিতা যোগ্য নম্বর না পেলেও চাকরিতে যোগ দেন বলে অভিযোগ। পরেশের পাশাপাশি  জিজ্ঞাসাবাদের জন্য অঙ্কিতাকেও ডেকে পাঠায় সিবিআই। কিন্তু তিনি হাজিরা এড়ান। তারপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, অঙ্কিতা অধিকারী স্কুলে ঢুকবেন না। বাতিল হয় তাঁর চাকরি। নির্দেশ দেওয়া হয়,ত ৪৩ মাস স্কুলে চাকরি করাকালীন যে বেতন পেয়েছেন তিনি, তার সমস্ত অর্থ হাই কোর্ট রেজিস্ট্রার জেনারেলের কাছে ফিরিয়ে দেবেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কলমের খোঁচায় চাকরি যাওড়ায় প্রায় আড়াই বছর পর পালটা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অঙ্কিতা। এদিন সেই মামলার শুনানি হয়।

Advertisement

এদিন তাঁর সেই আরজি খারিজ করে দেয় শীর্ষ আদালত। শুনানি পর্বে তাঁর নিয়োগকে সন্দেহজনক বলেও চিহ্নিত করেন বিচারপতি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement