ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচারব্যবস্থার দীর্ঘসূত্রিতা কাটাতে বেনজির পদক্ষেপের উদ্যোগ সুপ্রিম কোর্টের। এবার হাই কোর্ট গুলিতে অস্থায়ী ভিত্তিতে বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত। ২২৪-এ ধারা অনুসারে শীর্ষ আদালত অ্যাড হক বিচারপতি নিয়োগ করতে পারে। মূলত ফৌজদারি মামলার দ্রুত নিস্পত্তির লক্ষ্যে অস্থায়ী বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আসলে বিচারপতি এবং বিচারবিভাগের কর্মীর অভাবে বছরের পর বছর দেশের বিভিন্ন হাই কোর্টে হাজার হাজার মামলা ঝুলে। এর মধ্যে অনেক ফৌজদারি মামলা রয়েছে। অন্তত ফৌজদারি মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন বলে মনে করছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশের হাই কোর্টে ৩৫ বছরের পুরনো মামলাও ঝুলে রয়েছে। বিভিন্ন রাজ্যের হাই কোর্টে ঝুলে থাকা মামলার পরিমাণ কয়েক লক্ষ। দ্রুত বিচারপতি নিয়োগ না হলে এই মামলার নিষ্পত্তি সম্ভব নয়।
সুপ্রিম কোর্ট বলছে, হাই কোর্টে হাজার হাজার মামলা ঝুলে থাকার প্রভাব গিয়ে পড়ছে সংশধোনাগারগুলিতে। সেখানে হাজার হাজার বিচারাধীন অভিযুক্ত বন্দি। সুবিচারের অপেক্ষায় বসে রয়েছেন লক্ষ লক্ষ মানুষ। দ্রুত অ্যাড হক বিচারপতি নিয়োগ করে এই সমস্যা মেটাতে চায় সুপ্রিম কোর্ট। এই নিয়ে অ্যাটর্নি জেনারেলের মতামতও জানতে চেয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বলছে, ২২৪-এ ধারা অনুসারে বিচারপতি নিয়োগের অর্থ এই নয় যে স্থায়ী বিচারপতি নিয়োগ হবে না। কিন্তু এই মুহূর্তে মামলার বোঝা কমাতে অস্থায়ী নিয়োগও প্রয়োজন।
শীর্ষ আদালতের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে শুধু এলাকাহাবাদ হাই কোর্টেই ঝুলে থাকা মামলার সংখ্যা ৬৩ হাজার। ২১ হাজার মামলার ঝুলে পাঞ্জাব-হরিয়ানা হাই কোর্টে। পাটনা, কর্নাটক হাই কোর্টে ২০ হাজার করে মামলার নিষ্পত্তি হয়নি। অন্যান্য আদালতগুলিতে সম্মিলিত ঝুলে থাকা মামলার পরিমাণ লক্ষাধিক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.