পুশ-আপ দিচ্ছেন রাজ্যপাল আরএন রবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স ৭৩। অর্থাৎ খাতায় কলমে বার্ধক্যে চলে গিয়েছেন এক দশকেরও বেশি। তবে ওইসব জটিল হিসেব খাটে না তামিলনাড়ুর রাজ্যপাল রবীন্দ্র নারায়ণা রবির জন্য। শনিবার বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলকে অবাক করে ৫১টি পুশ-আপ দিলেন তিনি। বয়স ৭৩ হলেও ফিটনেসে বুঝিয়ে দিলেন শারীরিক সক্ষমতায় তিনি ৩০ বছরের যুবক।
মাদুরাইতে ভেলাম্মাল শিক্ষাকেন্দ্রে যোগ দিবস উপলক্ষে আয়োজিত হয়েছিল বিশেষ অনুষ্ঠান। ১০ হাজার পড়ুয়ার উপস্থিতিতে সেখানে যোগ দেন তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি। কালো ট্রাকশ্যুট ও সাদা টি-শার্ট পরে মঞ্চে ওঠেন তিনি। এরপর সকলকে চমকে দিয়ে পুশ-আপ। একটি দুটি নয়, পর পর ৫১ বার। ৭৩-এর তরুণের এই কীর্তি দেখে কার্যত স্তম্ভিত হয়ে যান সেখানে উপস্থিত শিক্ষার্থীরা। সেই ভিডিও প্রকাশ্যে আসার পর রবির প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশ।
#TamilNadu Governor #RNRavi did 51 push-ups at a #grandYogaevent organised by Velammal Educational Trust in Madurai, on International Day of Yoga 2025. The 73-year-old Governor shared tips on maintaining the correct posture during push-ups.@rajbhavan_tn
#Educational #Madurai… pic.twitter.com/w7rfiB7gHt— Upendrra Rai (@UpendrraRai) June 21, 2025
এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রবি বলেন, ”যোগ শুধুমাত্র শারীরিক ব্যায়াম নয়, এটি আত্ম সচেতনতা বাড়ায়, এটি মানসিক স্বচ্ছতা, ভাবনার বিকাশ ও আধ্যাত্মিক উন্নতির পথে এক আবশ্যক পথ। যার শুরু হয়েছিল এই ভারতে। এবং ভারত গোটা বিশ্বকে এই অসামান্য উপহার দিয়েছিল। ২০১৫ সালে রাষ্ট্রসংঘ ২১ জুন দিনটিকে বিশ্ব যোগ দিবস হিসেবে মান্যতা দেয়। এরপর থেকে প্রতিবছর গোটা বিশ্বে যোগ-এর প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।” রবি আরও বলেন, ২১ জুন দিনটি গ্রীষ্মের সংক্রান্তির এই দিন সূর্য দেবকে সমর্পিত করা হয়। যা পৃথিবীর জন্য শক্তির উৎস।
উল্লেখ্য, বর্তমানে তামিলনাড়ুর রাজ্যপাল রবি একটা সময় ছিলেন আইপিএস আধিকারিক। ফলে শরীরচর্চা তাঁর জীবনের অঙ্গ। তবে এই বয়সে এসে ৫১ বার পুশ-আপ দিতে পারেন কেউ তা স্বপ্নেও ভাবতে পারেননি দর্শকরা। শুধু পুশ-আপ নয়, ওই যোগাসন মঞ্চে নিখুঁতভাবে একের পর এক কঠিন আসনও অবলীলায় করতে দেখা যায় তাঁকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.