Advertisement
Advertisement

Breaking News

Madhya Pradesh

‘আল্লাহ’ বলায় তিন নাবালককে বেধড়ক মার মধ্যপ্রদেশে, বাধ্য করা হল ‘জয় শ্রীরাম’ বলতে

জুতো দিয়ে বেধড়ক মারা হয় তিন নাবালককে।

Three children thrashed in Madhya Pradesh, forced to chant Jai Shri Ram
Published by: Amit Kumar Das
  • Posted:December 6, 2024 7:49 pm
  • Updated:December 6, 2024 7:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ ফসকে ‘আল্লাহ’ বলে ফেলেছিল। সেই ‘অপরাধে’ বেধড়ক মারা হল তিন নাবালককে। এলোপাথাড়ি চড়-থাপ্পড়ের পাশাপাশি জুতো খুলেও বেলাগাম মারার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ওই তিন নাবালক ‘জয় শ্রীরাম’ না বলা পর্যন্ত চলতে থাকে অত্যাচার। ভয়াবহ এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের রতলাম এলাকায়। এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে পুলিশ।

সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, প্রায় মাসখানেক আগে এই ঘটনা ঘটলেও সম্প্রতি তা ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। তার পরই প্রকাশ্যে আসে বিষয়টি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনার সূত্রপাত ধুমপানকে কেন্দ্র করে। অভিযুক্ত যুবক ওই তিন নাবালকের মধ্যে একজনকে চড় মেরে প্রশ্ন করে সে সিগারেট খাবে কিনা। ব্যথা পেয়ে আল্লাহ বলে চিৎকার করে ওঠে সে। এর পরই অভিযুক্ত প্রশ্ন করে, ‘কি বললি তুই আল্লাহ!’ বলে ফের চড় মারে। রেহাই পায়নি তার সঙ্গে থাকা বাকি দুই জন। ব্যাপক মারধর করা হয় তাদের। এমনকি জুতো দিয়েও মারা হয়। কান্নাকাটি করলেও ছাড়া হয়নি তাদের। শেষ পর্যন্ত তাঁদের ‘জয় শ্রীরাম’ বলতে বলে অভিযুক্ত যুবক। তা বলার পরই রেহাই দেওয়া হয় তাদের।

Advertisement

এক মাস আগে ঘটনা ঘটলেও সম্প্রতি এই ভিডিও ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, যে তিন বালকের উপর এই অত্যাচার চালানো হয় তাদের বয়স ৬, ১১ ও ১৩ বছর। ভিডিও প্রকাশ্যে আসার পর নির্যাতিত তিন নাবালকের পরিবার থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। রতলামের ডিভিশনাল এসপি রাকেশ খাকা বলেন, “ওই নাবালকদের মারধর করার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমাদের সাইবার টিম গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশিও শুরু হয়েছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement