বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: স্বাধীনতা দিবসের প্রাক্কালে বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জারি করা হল শৌর্য পদকের তালিকা। তালিকায় নাম রয়েছে বাংলার তিন জনের। এঁরা হলেন ইন্সপেক্টর সঞ্জীব সেনাপতি, সাব- ইন্সপেক্টর আলতাফ হোসেন এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর রতন কুমার রায় শৌর্য পদক পাচ্ছেন। বাংলা থেকে অবশ্য রাষ্ট্রপতি পদকের তালিকায় কারওর নাম নেই। যা নিয়ে বঞ্চনার অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, রানাঘাটে একটি বহুজাতিক সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনার খবর পেয়ে নিজেদের প্রাণের বাজি রেখে ডাকাতদের ধরে রানাঘাট থানার পুলিশ অফিসারেরা। পুলিশের সেই দলে ছিলেন সঞ্জীব, আলতাফ, রতন। রীতিমতো ধাওয়া করে ডাকাতদের কাবু করেন তাঁরা। সাহসিকতার প্রংশসা করা হয় সর্বমহল থেকে। সেই সাহকিতার ফলেই শৌর্য পদক পাচ্ছেন বাংলার তিন পুলিশ অফিসার।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিনই সশস্ত্র বাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মীদের নটি মরণোত্তর-সহ ১০৩টি নামের তালিকা সম্বলিত বীরত্বের পুরস্কার ঘোষণা করেছেন। কীর্তি চক্র, শৌর্য চক্র, বায়ু সেনা পদক প্রাপ্তদের নাম রয়েছে সেই তালিকায়। এছাড়াও বিভিন্ন সামরিক অভিযানে উল্লেখযোগ্য অবদানের জন্য সেনার বিশেষ প্রশিক্ষিত সারমেয় কেন্ট-এর নামেরও বিশেষ উল্লেখ করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.