Advertisement
Advertisement
Tripura Municipal Election

Tripura Municipal Election live update: থানার সামনে তৃণমূলের তুমুল বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

Tripura Municipal Election LIVE UPDATE: TMC stages protest in front of Purba Agartala Police Station
Published by: Paramita Paul
  • Posted:November 25, 2021 7:39 am
  • Updated:November 25, 2021 8:08 pm

উত্তেজনার আবহে আজ ত্রিপুরার ২০টি পুরঅঞ্চলে ভোটগ্রহণ। এরমধ্যে রয়েছে আগরতলা পুরনিগম, ১৩টি পুর পরিষদ এবং ৬টি নগর পঞ্চায়েত। মোট ৩৩৪টি ওয়ার্ডের মধ্যে ২২২টিতে  ভোট হচ্ছে। ১১২টি ওয়ার্ড বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে।  বিরোধীরা বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে। সুপ্রিম কোর্টে গিয়েছে তৃণমূল। ২৮ নভেম্বর ভোটগণনা। ত্রিপুরা পুরভোটের (Tripura Municipal Election) LIVE UPDATE:

বিকেল ৪.৩০: আগরতলায় অবাধ ও নিরপেক্ষ পুরভোট হয়নি। তাই ভোট বাতিলের দাবি নিয়ে ফের সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল। এমনটাই খবর দলীয় সূত্রে। 

Advertisement

দুপুর ৩.৫৭: ভোট শেষের আগেই পুনর্নির্বাচনের দাবি উঠল। আগরতলার সব ওয়ার্ডে পুনর্নির্বাচনের দাবিতে সরব সিপিএম। 

Advertisement

দুপুর ৩.০৭: ‘ত্রিপুরায় বুথ দখল হয়েছে। ব্যাপক সন্ত্রাস করেছে বিজেপি।’ তোপ কুণাল ঘোষের।

দুপুর ২.০৫: ত্রিপুরায়.’আক্রান্ত’ বিজেপি কর্মীও। আগরতলার কৃষ্ণনগরে ভোট দিয়ে বেরনোর পরই গেরুয়া শিবিরের এক কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। আক্রান্ত কর্মীর নাম সুকুমার পাল। তাঁকে জিবি হাসপাতালে ভরতি করা হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল ও সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা গেরুয়া শিবিরের কর্মীদের উপর চড়াও হয়েছে। 

দুপুর ১.৫৯: আজ পুরভোট। আজই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জন্মদিন। টুইট করে তাঁকে শুভেচ্ছা  জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোট চলাকালীন ত্রিপুরেশ্বরীর মন্দিরে গিয়ে পুজো দেন বিপ্লব দেব। তাঁর আবেদন, “রাজ্যের সকলে ভোটাধিকার প্রয়োগ করুন।”

দুপুর ১.৫০: সকাল থেকেই আগরতলায় বিজেপির বিরুদ্ধে ভোটলুট, অশান্তির অভিযোগ করছিল তৃণমূল। অভিযোগ ছিল, পুলিশ নিষ্ক্রিয়তারও। দুপুরে সেই অভিযোগেই পূর্ব আগরতলা থানার সামনে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল নেতা-কর্মীর। পরে পুলিশ এসে নেতা, প্রার্থী ও কর্মীদের সরিয়ে নিয়ে যান। যা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

 

দুপুর ১.৩০: দুপুর ১টা পর্যন্ত আগরতলায় ভোট পড়ল ৫৭ শতাংশ।

দুপুর ১.০০: বিরোধীর সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে ত্রিপুরা পুলিশ। তাঁদের দাবি, শান্তিপূর্ণ ভোট মিটছে।

বেলা ১২.৩৭: ‘ত্রিপুরায় গণতন্ত্রের হত্যা হয়েছে। মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি।’ কটাক্ষ বাংলার পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের।

বেলা ১২.১৫: বিলানিয়ায় সিপিএমের ক্যাম্প অফিস দখলের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, ছাপ্পা ভোট, বুথ দখলের অভিযোগ উঠেছে। প্রতিবাদে এসডিএম অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান।

সকাল ১১.২০: সকাল ১১ টা পর্যন্ত ত্রিপুরায় ভোট পড়েছে ২৮ শতাংশ।

সকাল ১১.০০: ত্রিপুরার ভোট নিয়ে লাগাতার অভিযোগ আনছে তৃণমূল (TMC)। পালটা দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বলেন, “প্রায় সাড়ে ৩০০ সিটে নির্বাচন হচ্ছে। শুধুমাত্র আগরতলা পুরসভায় ৫১ প্রার্থী। মেগা শোতে কী ভূমিকা আছে? এমন ভাব করছে তৃণমূল একাই লড়ছে। অভিযোগ তো কিছু করতে হবে। ৫০ শতাংশ আসনে প্রার্থী দিতেই পারেনি ওরা। ওই দলটাই হিংসাশ্রয়ী পার্টি। সাধারণ মানুষের জীবনকে ব্যস্ত করে দিয়েছে। হিংসা এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছে।”

সকাল ১০.৩০: আগরতলার ১৩ নম্বর ওয়ার্ডে সিপিএমের ক্যাম্প ভাঙচুর করার অভিযোগ উঠল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন। ঘটনার নিন্দা করে তিনি জানান, “নিন্দাজনক ঘটনা। বহিরাগতরা ঘুরছে দেখছি। বিরোধীদের সঙ্গে এমন আচরণ ঠিক নয়। শান্তিতে ভোট হওয়া দরকার।”

সকাল ৯.৪৫: আগরতলার ২০ নম্বর ওয়ার্ডে বিজেপির (BJP) বিরুদ্ধে জমায়েতের অভিযোগ উঠেছিল। জমায়েত হঠাতে পথে নামলেন এসডিপিও। 

সকাল ৯.৪০: ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী লিটন দেব এবং ৫ নং ওয়ার্ডের প্রার্থী শ্যামল পালের উপর দুষ্কৃতীদের হামলার অভিযোগ।

সকাল ৯.২৭: ৫১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তপনকুমার বিশ্বাস-সহ একাধিক দলীয় কর্মী আক্রান্ত হন। 

সকাল ৯.১৫: ত্রিপুরার রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। অভিযোগ, “সকাল থেকে ইভিএমে কারচুপি করছে বিজেপি। এমনকী, গেরুয়া শিবিরের দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে আগরতলা জুড়ে। অভিযোগ জানাতে পুলিশ সুপার বা ওসিকে ফোন করা হলেও তাঁদের পাওয়া যায়নি।” যদিও বিজেপি নেতা কিশোর বর্মনের পালটা দাবি, “শান্তিপূর্ণভাবে ভোট চলছে। কোথাও কোনও অশান্তি নেই। বিরোধীদের কোনও সংগঠন নেই। তাই তাঁরা এসব বলছে।” 

Tripura Municipal Election

সকাল ৯.১০: আগরতলার ৪ নম্বর ওয়ার্ডের ৪০ নং বুথের সামনে বহিরাগতরা জমায়েত করছে বলে অভিযোগ। 

সকাল ৯.০৫: সকাল ৯টা পর্যন্ত ত্রিপুরায় ভোট পড়েছে ১৩.৩ শতাংশ।

সকাল ৮.৪৭: আগরতলার ৪৩ নম্বর ওয়ার্ডের ৮টি বুথে বিরোধীদের এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ‘তৃণমূল-সিপিএমের সংগঠনই নেই’, দাবি গেরুয়া শিবিরের। 

সকাল ৮.৪০: ত্রিপুরায় একাধিক জায়গায় ‘আক্রান্ত’ বিরোধীরা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে তাঁরা। 

 

সকাল ৮.১১: আগরতলার ২১ নম্বর ওয়ার্ডে ভোটারদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় বিজেপি। 

সকাল ৮.০০: অশান্তির আবহেই ত্রিপুরায় শুরু ভোটগ্রহণ। বুথের বাইরে লম্বা লাইন। 

Tripura Civic Polls live update 

সকাল ৭.৪০: সকাল থেকে বিজেপির বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। তৃণমূলের দাবি, আগরতলার ৫ নম্বর ওয়ার্ডের ১, ২ ও ৪ নং বুথের বাইরে তাণ্ডব চালাচ্ছে বাইক বাহিনী। ভোটার এবং বিরোধী দলের এজেন্টদের ভয় দেখানো হচ্ছে। তবে তৃণমূলের এই সব অভিযোগকে পাত্তা দিতে নারাজ গেরুয়া শিবির। 

সকাল ৭.৪০: ভোটের আগে রাতে বিলানিয়ার ৩৮ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ। বিজেপির বাইক বাহিনী বাড়িতে ঢুকে ভয় দেখিয়েছে বলে দাবি সিপিএমের। 

সকাল ৭.২৫: ভোট শুরুর আগেই উত্তপ্ত আগরতলার ৫ নম্বর ওয়ার্ড। মক পোলিং চলাকালীন প্রফুল্লচন্দ্র স্কুলের বুথে তৃণমূলের ২ পোলিং এজেন্টদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল। মেরে তাঁদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। জখম হয়েছে হাতও। এক্ষেত্রেও কাঠগড়ায় বিজেপি। যদিও অভিযোগ মানতে নারাজ ত্রিপুরার শাসকদল।  

সকাল ৭.১৫: আমবাসার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী স্বপ্না পালের বাড়িতে হামলার অভিযোগ। কাঠগড়ায় বিজেপি। অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির।

সকাল ৭.০০:  কড়া নিরাপত্তার মধ্যে আজ ত্রিপুরায় পুরভোট। তবে নির্বাচনের আগে রাতে আগরতলায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ এনেছে বিরোধী শিবির। এমনকী, বাড়িতে ঢুকে বিজেপির বাইক বাহিনী হামলা চালিয়েছে বলেও অভিযোগ। যদিও বিরোধীদের অভিযোগ অস্বীকার বিজেপির। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ