Advertisement
Advertisement
Ahmedabad Plane Crash

ত্রুটি উপেক্ষা করেছিল এয়ার ইন্ডিয়া ! আহমেদাবাদ দুর্ঘটনা নিয়ে দাবি দুই প্রাক্তন কেবিন ক্রু সদস্যের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে সিবিআই তদন্তের দাবি করেছেন দুই প্রাক্তনী।

Two former cabin crew members make claims about Ahmedabad Plane Crash

ফাইল ছবি

Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 20, 2025 9:33 am
  • Updated:June 20, 2025 9:44 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় এবার সরাসরি এয়ার ইন্ডিয়া ও ডিজিসিএ-কেই কাঠগড়ায় তুললেন সংস্থার দুই প্রাক্তন সিনিয়র কেবিন ক্রু। তাঁরা এই ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে সিবিআই তদন্তেরও দাবি করেছেন। সেই চিঠিতে তাঁরা জানিয়েছেন যে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানগুলিতে প্রযুক্তিগত ত্রুটি নিয়ে বারবার সতর্ক করা হলেও সংস্থার তরফে বারবার উপেক্ষা করা হয়। বরং, তাঁদের কোনও বিভাগীয় তদন্ত ছাড়াই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। তাঁদের বক্তব্য, গত সপ্তাহের আমেদাবাদের দুর্ঘটনার জন্য কার্যত ‘অপেক্ষা করা হচ্ছিল’।

Advertisement

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চিঠিতে দুই প্রাক্তন কেবিন ক্রু লিখেছেন, গত বছরের ১৪ মে মুম্বাই থেকে লন্ডনগামী ফ্লাইট এআই-১২৯-এ এই সময় একটি গুরুত্বপূর্ণ এমার্জেন্সি স্লাইডের ত্রুটি ধরা পড়ে। ক্যাপ্টেন এবং কেবিন ইনচার্জ নিশ্চিত করেন যে বিমানের দরজা ম্যানুয়াল মোডে সেট করা হয়েছিল, যা একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি। কিন্তু পরে উচ্চপদস্থরা তাঁদের বক্তব্য পরিবর্তনের জন্য চাপ দেন। প্রতিবাদ করলে তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হয়।

এই ঘটনার তদন্ত না করে ডিজিসিএ শুধুমাত্র একটি ‘ইনফরমাল’ আলোচনা করেছে। চিঠিতে তাঁরা পূর্ণাঙ্গ সিবিআই তদন্তের দাবি তুলেছেন, সঙ্গে সতর্ক করে বলেছেন যদি এই ঘটনাগুলি উপেক্ষিত থাকে, তাহলে ভবিষ্যতে আরও ভয়ংকর দুর্ঘটনা হবে। দুই সদস্যেরই প্রায় ২০ বছরের চাকরির অভিজ্ঞতা ছিল এবং তাঁরা নিঃস্বার্থভাবে একমাত্র যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement