প্রতীকী ছবি
নন্দিতা রায়, নয়াদিল্লি: সারা দেশে বেকারত্বের ভয়াবহ চেহারা নিলেও পশ্চিমবঙ্গে এই জ্বলন্ত সমস্যার মাত্রা তুলনামূলক কম বলে জানাল কেন্দ্রই। নরেন্দ্র মোদি সরকারের রিপোর্টেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই দাবিকে মান্যতা দিচ্ছে যে, রাজ্যে বেকারির হার জাতীয় গড়ের তুলনায় কম।
কেন্দ্রের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে যে, বাংলায় শহর এলাকার বেকারত্বের হার ৫.৭ শতাংশ, যা জাতীয় হার ৬.৪ শতাংশের তুলনায় অনেকটাই কম। শহুরে পুরুষদের বেকারত্বের জাতীয় হার ৫.৮ শতাংশ, বাংলায় তা ৫.৪ শতাংশ। আবার শহর এলাকার মহিলাদের বেকারত্বের জাতীয় হার যেখানে ৮.১ শতাংশ, সেখানে বাংলায় তা অনেকটাই কম, ৬.৪ শতাংশ। কেন্দ্রীয় পরিসংখ্যন ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের ‘পিরিওডিক লেবার ফোর্স সার্ভে’র ত্রৈমাসিক রিপোর্ট, অক্টোবর – ডিসেম্বর, ২০২৪ মঙ্গলবার দিনই প্রকাশিত হয়েছে। সেখানেই এই তথ্য উঠে এসেছে।
শুধু শেষ ত্রৈমাসিকই নয়, ২০২৩ সাল থেকে প্রতিটি ত্রৈমাসিক রিপোর্টেই শহুরে বেকারত্বের ক্ষেত্রে বাংলার হার জাতীয় হারের তুলনায় অনেকটাই কম বলে দেখা গিয়েছে। এ প্রসঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, “আমরা তো বারবারই বলছি, আমাদের বেকারত্ব ৪০ শতাংশ কমেছে। জাতীয় স্তরে বেকারির হার বেড়েছে, কিন্তু বাংলায় কমেছে। এখন কেন্দ্রীয় রিপোর্ট আমাদের দাবিই মেনে নিল। রিপোর্টটি শহুরে বেকারত্বের হারের উপর হলেও আগামী দিনে গ্রামীণ ক্ষেত্রে বা সার্বিক বেকারত্বের হার নিয়ে কেন্দ্র যে রিপোর্ট প্রকাশ করবে, সেখানেও বাংলায় বেকারত্বের হার কম থাকবে, তা নিশ্চিত করে বলতে পারি।”
এদিকে, রিপোর্টে দেখা গিয়েছে দেশের যে ১১টি রাজ্যে শহুরে বেকারত্বের হার জাতীয় হারের তুলনায় বেশি, তাদের অধিকাংশই বিজেপি-শাসিত। উত্তরপ্রদেশ, বিহার, অসম, রাজস্থান, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরাখণ্ডের পাশাপাশি কেরল, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং সবার আগে জম্মু-কাশ্মীর রয়েছে। শেষ রিপোর্টে যে সমস্ত রাজ্যগুলির শহুরে বেকারত্বের হার জাতীয় হারের তুলনায় কম, তাতে বাংলা-সহ যে কয়েকটি রাজ্য রয়েছে সেগুলি হল পাঞ্জাব, কর্নাটক, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি । দেশের ২২ টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল দিল্লি ও জম্মু-কাশ্মীরকে এই সমীক্ষার আওতাতে রাখা হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য , দিনকয়েক আগেই বাংলা নিয়ে সংসদের বাজেট অধিবেশনে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অথচ বাংলা বেকারত্বের হারে জাতীয় গড় তো বটেই, বিজেপিশাসিত রাজ্যগুলির থেকে অনেক নিচে রয়েছে এবং মোদি সরকারই তা মেনে নিয়েছে, তার প্রমাণ রিপোর্টেই মিলেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.