সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যায় মন্দিরের উপর উড়তে দেখা গেল রহস্যময় ড্রোন। মন্দিরে প্রবল ভিড়ের মাঝে রহস্যময় ড্রোনটিকে আকাশে চক্কর কাটতে দেখে সঙ্গে সঙ্গে তৎপর হয় পুলিশ। গুলি করে নামানো হয় ড্রোনটি। ‘নো ফ্লাইং জোন’ হিসেবে ঘোষিত এই মন্দিরের উপর ড্রোন ওড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। এফআইআর দায়ের করে ড্রোন রহস্যের তদন্ত শুরু করেছে পুলিশ।
মহাকুম্ভ উপলক্ষ্যে এমনিতেই প্রবল ভিড়ের চাপ প্রয়াগরাজে। কুম্ভগামী জনতার একটি বড় অংশ অযোধ্যায় রামমন্দিরে যাচ্ছেন। ফলে সেখানেও লাগামছাড়া ভিড়। এই অবস্থার মাঝেই সোমবার রামজন্মভূমি কমপ্লেক্সের দর্শনা রুটে দেখা যায় রহস্যময় এই ড্রোন। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে অ্যান্টি ড্রোন সিস্টেম ব্যবহার করে নামানো হয় সেটিকে। পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হয় বোম্ব স্কোয়াড। যদিও তাতে কোনও রকম বিস্ফোরক নজরে আসেনি তদন্তকারীদের। এই ঘটনায় প্রশাসনের দাবি, ভিড়ের মধ্যে আতঙ্ক তৈরি করতে এই ড্রোন ব্যবহার করা হয়ে থাকতে পারে। এই ঘটনার পিছনে পরিকল্পিত ষড়যন্ত্র থাকতে পারে বলে দাবি করছেন তদন্তকারীরা।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই ড্রোনের নেপথ্যে রয়েছেন এক ইউটিউবার। যার বাড়ি গুরুগ্রামে বলে দাবি পুলিশের। রামমন্দিরের ফুটেজ তুলতে ব্যবহার করা হচ্ছিল ড্রোনটি। অভিযুক্ত ওই ইউটিউবারের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ভিভিআইপি এই মন্দিরতো বটেই, নিয়ম অনুযায়ী মন্দিরের আশপাশ এলাকাতেও ড্রোন ওড়ানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তারপরও নিয়ম ভেঙে কেন ওই অভিযুক্ত ড্রোন ওড়াচ্ছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ।
অবশ্য এই ঘটনা প্রথমবার নয়, এর আগেও রামমন্দিরের উপর ড্রোন ওড়ানোর ঘটনা প্রকাশ্যে এসেছে। চলতি বছরের শুরুতে পুরীর জগন্নাথ মন্দিরের উপর ড্রোন ওড়ানোর একটি ঘটনা প্রকাশ্যে আসে। প্রায় ৩০ মিনিট ধরে ড্রোনটি আকাশে চক্কর কাটার পর হঠাৎই উধাও হয়ে যায়। সেই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে নেমেছিল পুলিশ। জানা যায়, এক ব্লগার মন্দিরের ফুটেজ সংগ্রহ করতে এই ড্রোন উড়িয়েছিল। ফের অযোধ্যার রামমন্দিরে এই ড্রোনের ওড়াউড়ি নতুন করে প্রশ্ন তুলতে শুরু করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.