Advertisement
Advertisement

Breaking News

বাড়িতে বিদ্যুতের বিল এল ২৩ কোটি টাকার! মাথায় হাত গৃহস্থের

কী বলছেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা?

UP man shocked to find Rs 23 crore power bill
Published by: Sayani Sen
  • Posted:January 23, 2019 3:34 pm
  • Updated:January 23, 2019 3:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক কামরার ছোট্ট বাড়ি৷ বৈদ্যুতিক সামগ্রী বলতে আলো, পাখা, ফ্রিজ ছাড়া আর কিছুই নয়৷ খুব বেশি হলে দুই কিলোওয়াট বিদ্যুৎ অপচয় হয়৷ সামান্য এই বিদ্যুত ব্যবহারের জেরে ২৩ কোটি টাকা বিল এসেছে গৃহকর্তার৷ বিপুল অঙ্কের বিল হাতে পেয়ে অবাক তিনি৷ কীভাবে বিল মেটাবেন তিনি, এই ভাবনায় মাথায় হাত পড়েছে উত্তরপ্রদেশের কনৌজের বাসিন্দা আবদুল বাসিত৷

প্রতি মাসেই বিদ্যুতের বিল আসে খুব বেশি হলেও হাজার চারেক টাকা৷ কিন্তু চলতি মাসে বিদ্যুতের বিল হাতে নিয়ে কার্যত তাজ্জব হয়ে গিয়েছেন তিনি৷ ২৩ কোটি টাকাও যে কোনও বাড়ির বিদ্যুতের বিলের অঙ্ক হতে পারে, তা বিশ্বাস করতে পারছেন না আবদুল৷ প্রথমে ভেবেছিলেন কোনও কারণে তিনি হয়তো ভুল দেখছেন৷ দেখিয়েছেন পাড়া প্রতিবেশীদের৷ কিন্তু না, বৃথা এই ভাবনা৷ দেরিতে হলেও, বিশ্বাস করেছেন তিনি যে মাত্র ১৭৮ ইউনিট বিদ্যুৎ খরচের বিনিময়ে তাঁকে নাকি সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে ২৩ কোটি ৬৭ লক্ষ ৭১ হাজার ৫২৪ টাকা৷ তড়িঘড়ি বিদ্যুৎ দপ্তরে ছুটে গিয়েছেন তিনি৷ আবদুল বাসিত বলেন, ‘‘আমি এক জীবনে এত টাকা কখনও উপার্জনই করিনি৷ কীভাবে ২৩ কোটিরও বেশি অঙ্কের বিদ্যুতের বিল মেটাব, তা বুঝতেই পারছিনা৷’’

Advertisement

বিশ্বাসযোগ্যতার বিচারে বিশ্বে চতুর্থ স্থানে মোদি সরকার

শুধুমাত্র আলো, পাখা এবং ফ্রিজ চালিয়ে কীভাবে এত টাকা বিল আসা সম্ভব, তা বুঝতেই পারছেন না গৃহকর্তা৷ বাধ্য হয়ে বিল হাতে বিদ্যুৎ দপ্তরেও ছুটে গিয়েছেন তিনি৷ কিন্তু লাভ হয়নি এতটুকুও৷ বিল যে তাঁকে মেটাতেই হবে, তা বুঝে গিয়েছেন ভুক্তভোগী গৃহকর্তা৷ বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিকের দাবি, ‘‘যিনি মিটার রিডিং করেছিলেন, তাঁর ভুল হতেও পারে৷ তবে এ বিষয়টি এখনও নিশ্চিত নয় যে ওই গৃহকর্তা আদতে এই অঙ্কের বিদ্যুৎ খরচ করেছিলেন কীনা৷ তদন্ত না করে এখনই কিছু বলা যাবে না৷’’ ওই আধিকারিকের আরও দাবি, বিপুল অঙ্ক হলেও বিদ্যুতের বিল মেটাতেই হবে গৃহকর্তাকে৷ বিদ্যুতের বিল মেটাতে না পারলে সরকারি নিয়মানুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলেও জানান ওই আধিকারিক৷ কীভাবে ২৩ কোটি টাকার বেশি বিদ্যুতের বিল মেটাবেন তিনি, সেই ভাবনাতেই আপাতত রাতের ঘুম উড়েছে ভুক্তভোগী গৃহকর্তার৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ