সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে সময়ে ভারতে আইফোন উৎপাদনে বাধা হয়ে দাঁড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক সেই সময়েই একটি রিপোর্টে দেখা যাচ্ছে, গত এপ্রিলে ভারত থেকে আমেরিকাতে আইফোন রপ্তানি ৭৬ শতাংশ বৃদ্ধি পয়েছে। সম্প্রতি ওয়াশিংটন ও বেজিংয়ের মধ্যে বাণিজ্যে উত্তেজনার আবহ দেখা যায়। ঠিক সেই সময় অ্যাপেল চাইছিল তাদের এশিয়ার অন্য কোনও দেশে ব্যবসা করতে। এরই মধ্যে ভারতকে বেছে নেয় তারা।
এপ্রিল মাসে আমেরিকা ভারত থেকে ৩০ লক্ষ আইফোন আমদানি করেছে। ঠিক সেই সময়ে চিন থেকে মাত্র ৯ লক্ষ আইফোন আমেরিকায় পাঠানো হয়েছে। ওমদিয়ার রিসার্চ ম্যানেজার লে জুয়ান চিউ বলেন, “এপ্রিলের তথ্য থেকে বোঝা যাচ্ছে চিনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের সঙ্গে খাপ খাওয়াতে অ্যাপেল কত দ্রুত পদক্ষেপ নিয়েছে।” তবে এই প্রক্রিয়া নতুন নয়, কোভিড-১৯ অতিমারির সময় থেকেই ভারতে উৎপাদন বাড়াতে বিনিয়োগ শুরু করে অ্যাপেল। এরই মধ্যে আইফোন রপ্তানির ক্ষেত্রে চিনকে ছাপিয়ে গেল ভারত।
ক্যানালিসের হিসাব অনুযায়ী, গত মার্চ মাসেই ভারত প্রথমবার চিনকে পিছনে ফেলে যুক্তরাষ্ট্রে আইফোন রপ্তানিতে এগিয়ে যায়। ওই মাসেই ২ এপ্রিল ট্রাম্পের শুল্কনীতির প্রথম ধাপ কার্যকর হয়। বিশ্লেষকদের মতে, ওই সময় ভারত থেকে আইফোন রপ্তানি অস্বাভাবিকভাবে বেশি ছিল। গত ১১ এপ্রিল ট্রাম্পের প্রশাসন আইফোন-সহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের ওপর শুল্কছাড় ঘোষণা করলেও এই প্রবণতায় পরিবর্তন আসেনি। মে মাসের শুরুতে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানান, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে বাজারে যত আইফোন বিক্রি হবে, তার অধিকাংশই তৈরি হবে ভারতে। এদিকে ক্যানালিসের তথ্যানুসারে, যুক্তরাষ্ট্রে প্রতি তিনমাসে ২ কোটি আইফোনের চাহিদা থাকে। সেক্ষেত্রে ভারতে যদি একই ভাবে আইফোন উৎপাদন হতে থাকে তাহলে ২০২৬ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের সেই চাহিদা পূরণ করতে সম্ভব হবে ভারত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.