হেমন্ত মৈথিল, মহাকুম্ভ নগর: সোমবার ‘বিশ্বের সবচেয়ে বড়’ ৩০০ কিলোমিটার যানজটের সাক্ষী হয়েছিল প্রয়াগরাজ। ওই ঘটনায় চরম দুর্ভোগ পোহাতে হয় পুণ্যার্থীদের। এর পরেই নড়চড়ে বসল উত্তরপ্রদেশ প্রশাসন। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে একাধিক নতুন নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মহাকুম্ভের জনসমুদ্র সামাল দিতে ট্র্যাফিক নিয়ন্ত্রণে একাধিক কার্যকরি নির্দেশ দিয়েছেন যোগী। সেই নির্দেশগুলি কী কী?
১২ ফেব্রুয়ারি, বুধবার মাঘী পূর্ণিমা তিথি। এই উপলক্ষে মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানে যোগ দেবেন বহু পুণ্যার্থী। মনে করা হচ্ছে, এদিন লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে। সেকথা মাথায় রেখে ভিড় সামাল দিতে গাড়ি পার্কিংয়ে কড়া নির্দেশ দিয়েছেন যোগী। মেলা প্রাঙ্গনে বিশেষ ছাড়পত্র ছাড়া গাড়ি প্রবেশে নির্দেশিকা জারি হয়েছে। স্বেচ্ছাসেবকরা আলাদা করে নজর রাখবেন শিশু, মহিলা এবং প্রবীণদের উপরে। পাশাপাশি দ্রুত মেলার মাঠ পরিষ্কার করতে নির্দেশ দিয়েছেন যোগী। জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৪টে থেকেই মেলাপ্রাঙ্গণে গাড়ি প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। বিকেল ৫টা থেকে গোটা শহরেই গাড়ি প্রবেশের উপর কড়াকড়ি আরোপ করা হবে।
এদিন যোগী বৈঠক করেন প্রয়াগরাজ, কৌশাম্বী, কানপুর, সুলতানপুর, আমেঠি, বারাণসী, অযোধ্যা, মির্জাপুর, জৌনপুর, চিত্রকূট, বান্দা, প্রতাপগড়, ভাদোহি, রায়বেরেলি, গোরখপুর, মহোবা এবং লখনউয়ের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। এই বৈঠকে শহর জুড়ে পাঁচ লক্ষেরও বেশি যানবাহন সুষ্ঠু ভাবে পার্ক করার মতো পরিকাঠামো তৈরিতে জোর দেওয়া হয়েছে। রাস্তায় যাতে কোনও ভাবেই যানজট না তৈরি হয়, সে দিকে নজর দিতে বলা হয়েছে।কোনওভাবেই যাতে পুণ্যার্থীরা অসুবিধায় না পড়েন তা নিশ্চিত করেন নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.