Advertisement
Advertisement
Uttar Pradesh

ওয়াইফাইয়ের সঙ্গে যুক্ত গোপন ক্যামেরা! ভাড়াটে যুবতীর শৌচাগারে নজরদারি চালিয়ে গ্রেপ্তার বাড়িওয়ালা

কীভাবে ধরা পড়ল ব্যাপারটা?

Uttar Pradesh: Landlord arrested for spying on young tenant's toilet
Published by: Subhodeep Mullick
  • Posted:July 6, 2025 5:42 pm
  • Updated:July 6, 2025 6:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবতী ভাড়াটের শৌচাগারে গোপন ক্যামেরা বসানোর অভিযোগে গ্রেপ্তার বাড়িওয়ালা যুবক। শুধু তাই নয়, ধরা পড়ে যাওয়ার পর তিনি নাকি ওই যুবতীকে ধর্ষণ করার চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউতে। যুবতীর অভিযোগের ভিত্তিতেই বাড়িওয়ালাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

ঠিক কী হয়েছিল? বাহারাইচের বাসিন্দা ওই যুবতী কর্মসূত্রে লখনউতে একটি বাড়ি ভাড়া করে থাকতেন। অভিযোগ, তাঁর অনুপস্থিতিতে বাড়িওয়ালা তাঁর শৌচাগারে গোপন ক্যামেরা বসান।কিন্তু কীভাবে ধরা পড়ল ব্যাপারটা? পুলিশকে দেওয়া ওই যুবতীর বয়ান অনুযায়ী, ওয়াইফাই নেটওয়ার্কে নতুন একটি ডিভাইস দেখতে পান তিনি। তখনই তাঁর সন্দেহ হয়। তল্লাশি চালানোর পর শৌচাগারে ক্যামেরাটি তাঁর নজরে আসে। এরপরই তিনি অভিযুক্তের বিরুদ্ধে সরব হন। মহিলার অভিযোগ, এখানেই থেমে না থেকে ওই যুবক তাঁকে ধর্ষণেরও চেষ্টা করেন। এমনকী ঘটনাটি বাইরে ফাঁস করলে তাঁর পরিবারকেও খুনের হুমকি দেন বলে অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। অবশেষে যুবতী দুবাগ্গা থানায় বাড়িওয়ালার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপরই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশের এক আধিকারিক বলেন, “যুবককে ইতিমধ্যেই আমরা গ্রেপ্তার করেছি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আমরা আরও তথ্য জানার চেষ্টা করছি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement